ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অমল সাহা

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মেলা

প্রকাশিত: ১১:৩৯, ৭ এপ্রিল ২০১৯

 খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বৃহস্পতিবার শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপিনের চতুর্থ বর্ষ, মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্তু ৩০টি স্টলে পোস্টারের মাধ্যমে প্রদর্শন করেন। দিনব্যাপী এ মেলায় সকাল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও উৎসুক দর্শকের সমাগম ঘটে। শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষাসহ শিক্ষার সকলস্তরে গুণগতমান অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা ও উদ্ভাবনে জোর দেয়া হচ্ছে, যাতে বিশ্বপ্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি। তিনি শিক্ষামেলার মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের গবেষণা উদ্ভাবনা প্রদর্শন শিক্ষার্থীসহ সর্বসাধারণের জানার সুযোগ হবে বলে অভিমত ব্যক্ত করেন এবং এ উদ্যোগের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন- মেলা আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, বক্তব্য রাখেন- খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। এ সময় মঞ্চে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুনতাসীর মামুন, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×