ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাংস বিক্রি বন্ধে ক্ষুব্ধ স্বরা ভাস্কর

প্রকাশিত: ০২:০০, ৮ এপ্রিল ২০১৯

মাংস বিক্রি বন্ধে ক্ষুব্ধ স্বরা ভাস্কর

অনলাইন ডেস্ক ॥ কাঠুয়াকাণ্ডের প্রতিবাদ থেকে কানহাইয়া কুমারকে সমর্থন, বিভিন্ন ইস্যুতে বারবারই নিজস্ব মতামত জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এ জন্য ট্রোলও হতে হয়েছে তাকে। তবুও মুখে কুলুপ আঁটেননি কখনও। এবার নবরাত্রী চলাকালীন গুরুগ্রামে জোর করে মাংস বিক্রি বন্ধের নিন্দায় সরব হয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের ‘তালিবান’ বলতেও ছাড়েননি তিনি। চৈত্র নবরাত্রী চলাকালীন গুরুগ্রামে কোনো মাংসের দোকান খোলা রাখা যাবে না বলে হুমকি দেয় হিন্দু সংগঠনগুলো। শনিবার জোর করে শহরের প্রায় ১৮০টি দোকান বন্ধ করে দেয় হিন্দু সেনা নামে একটি সংগঠনের লোকজন। ওইদিন সকালে রীতিমতো লাঠি, তলোয়ার, লোহার রড হাতে গুরুগ্রামের রাস্তায় দাপিয়ে বেড়ায় স্বঘোষিত ওই হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। রবিবার এমনই একটি ভিডিও টুইটারে পোস্ট করেন স্বরা। সেই সঙ্গে কড়া ভাষায় লেখেন ‘এরা ভারতের মাটিতে বেড়ে ওঠা, সরকার পালিত তালিবান।’ এই মন্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদির বিজেপি সরকারকেও একহাত নিয়েছেন স্বরা ভাস্কর। এই ধরনের ‘তালিবান’দের বিরুদ্ধে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, সে প্রশ্নও তোলেন অভিনেত্রী।
×