ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পহেলা বৈশাখ উদযাপনে কেনাকাটার ধুম

প্রকাশিত: ০৮:০৫, ৯ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখ উদযাপনে কেনাকাটার ধুম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আসতে এখনও বেশ ক’দিন বাকি। ইতোমধ্যে বৈশাখ বরণে মেতে উঠেছে গোটা দেশ। সর্বত্র কেনাকাটার ধুম লেগেছে। রাজধানীসহ দেশব্যাপী কেনাকাটায় বইছে অনেকটা বৈশাখী ঝড়। ফলে ব্যবসায়ীদেরও বিক্রি ব্যাপক বেড়েছে। এসব কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। ভিসা, মাস্টারকার্ড আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স), জেসিবিসহ বিভিন্ন ধরনের কার্ডে কেনাকাটায় উত্সাহিত করতে বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। নতুন পোশাক ও গৃহস্থালির পণ্য কেনাসহ বিপণিবিতান, পর্যটন কেন্দ্রে এবং রেস্টুরেন্টগুলোতে কার্ডে এসব অফার মিলছে। ব্র্যান্ড ও পণ্যভেদে থাকছে বিভিন্ন পরিমাণে মূল্যছাড়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানভেদেও কার্ডে মিলছে নানা অফার। কার্ডের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অনলাইন শপিংয়ে ক্যাশব্যাক অফার রয়েছে। নগদ টাকার বিকল্প হিসাবে গ্রাহকরা প্রতিটি লেনদেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড় কিংবা ক্যাশব্যাক পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, উৎসবকেন্দ্রিক ছাড়ের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং। এর পাশাপাশি কার্ডের লেনদেন ও গ্রাহক বাড়ানোও অন্যতম লক্ষ্য। গ্রাহকদের কিছুটা সুবিধা দিতে ব্যাংকগুলো এ উদ্যোগ নিয়ে থাকে। আগামী ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ। যারা অফার দিচ্ছে তাদের বেশিরভাগই গত ১ তারিখ শুরু করে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আবার কোনো কোনো অফার চলবে নববর্ষের দিন পর্যন্ত। কেউবা অফার দিচ্ছে শুধু নববর্ষের দিনটির জন্য।
×