ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ কোটি ৩৯ লাখ মোবাইল ব্যাংকিংহিসাব বন্ধ

প্রকাশিত: ০৮:১১, ৯ এপ্রিল ২০১৯

৩ কোটি ৩৯ লাখ মোবাইল ব্যাংকিংহিসাব বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্রুততম সময়ে এক স্থান হতে অন্য স্থানে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম মোবাইল ব্যাংকিং। বর্তমানে এ সেবা ব্যবহার করেই মানুষ তাদের পরিবার পরিজন ও নিকটাত্মীয়ের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। সর্বশেষ হিসাব মতে, দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার। এরমধ্যে ৩ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার হিসাবই বন্ধ রয়েছে। এর ফলে গত ফেব্রুয়ারি মাসে মোবাইল ব্যাংকিং লেনদেন কমেছে ৯ শতাংশের মতো। সক্রিয় ৩ কোটি ৩৪ লাখ হিসাব দিয়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১২৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, হিসাব খোলা ও পরিচালনায় কড়াকড়ি আরোপের ফলে সক্রিয় হিসাবের সংখ্যা কমেছে। জানা গেছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে শুধু একটি ব্যাংক হিসাব চালুর বাধ্যবাধকতা চালু, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ হুন্ডি তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপসহ লেনদেনের ওপর নানা বিধি-নিষেধের ফলে মোবাইল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি ধাক্কা খেয়েছে। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের শুরু থেকেই বেশ তৎতপরতা চালাচ্ছে। এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবায় কমপ্লায়েন্স আসছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
×