ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিতে এক পা লিভারপুলের

প্রকাশিত: ০০:০৯, ১০ এপ্রিল ২০১৯

সেমিতে এক পা লিভারপুলের

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে সহজেই হারিয়েছে লিভারপুল। ২-০ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল। গত মৌসুমে এই পোর্তোকেই দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠেছিল লিভারপুল। এক বছর পর আবারো নকআউট পর্বে ‘অল রেড’দের সামনে পড়েছে পর্তুগিজ ক্লাবটি। গতবার অ্যানফিল্ডে ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ঘরের মাঠে এবার গোলের দেখা পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি লিভারপুলকে।মঙ্গলবার রাতে ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিকদের লিড এনে দেন মিডফিল্ডার নাবি কেইতা। রবার্তো ফিরমিনোর পাস থেকে কেইতার শট পোর্তোর অলিভার তোরেসের গায়ে লেগে জালে জড়ায়। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো নিজেই। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পাস থেকে প্লেসিং শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে নিজের শেষ ১১ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ১২ গোলে সরাসরি সম্পৃক্ত থাকলেন ফিরমিনো। এর মধ্যে তিনি নিজে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৫টি।ফিরমিনোর আগে মোহাম্মদ সালাহ অন্তত দুই গোল পেতে পারতেন। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি মিশরীয় ফরোয়ার্ড। বাকি সময়েও একাধিক সুযোগ পেয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা। সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের এটি ৪০০তম জয়। এর মধ্যে ১১১ জয় লিভারপুলের হয়ে। এ ছাড়া দুই জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে জয় ১৮০টি ও এফএসভি মাইঞ্জের হয়ে ১০৯টি। আগামী ১৭ এপ্রিল পোর্তোর মাঠে হবে শেষ আটের ফিরতি লেগ। সেমিফাইনালে উঠতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে পর্তুগিজ ক্লাবটিকে।
×