ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে আফগান স্পিনাররা ভাল করবে ॥ নবী

প্রকাশিত: ০০:০৭, ১২ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে আফগান স্পিনাররা ভাল করবে ॥ নবী

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডের মাটিতে ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার অভিজ্ঞতার কারণে আসন্ন বিশ্বকাপে নিজ দলের স্পিনাররা ভাল করবে বলে আশাবাদী আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপে রশিদ খান এবং মুজিব উর রহমানের সঙ্গে আফগানিস্তান স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৩৪ বছর বয়সী নবী। এ তিন জনই বর্তমানে আইপিএল খেলছেন। নবী ও রশিদ খান গত বছর ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে যথাক্রমে লিস্টারশায়ার ফক্সেস এবং সাসেক্স শার্কসের হয়ে খেলেছেন। আসন্ন মৌসুমের জন্য মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছেন মুজিব। চলতি আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলা নবী এএপপিকে বলেন, ‘রশিদ ও মুজিব উইকেট শিকারি বোলার এবং আমি বেশি রক্ষণাত্মক হওয়ায় অনেক বেশি ডট বল করতে সক্ষম হওয়ায় আমাদের বোলিং রসায়নটা খুব ভাল।’ গত বছরের টি-২০ ব্লাস্ট সম্পর্কে তিনি বলেন, ‘এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা এবং বড় সাহায্য। রশিদ এবং আমি সত্যিই খুব ভাল বোলিং করেছিলাম এবং ব্যাটিংটাও ভাল হয়েছিল।’ ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় এ বছর কেন্টের হয়ে খেলতে যাওয়া নবী আরও বলেন, ‘আশা করছি আমরা দ্রুতই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।’ ৫০ ওভার বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান দলের অধিকাংশ সদস্য বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন ক্যাম্প করছে এবং তিন স্পিনারের সবাই খেলছেন আইপিএল। নবী ও রশিদ খান খেলছেন হায়দারাবাদে এবং মুজিব খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
×