ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জিতলেন ধোনি

প্রকাশিত: ০২:১৫, ১২ এপ্রিল ২০১৯

আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জিতলেন ধোনি

অনলাইন ডেস্ক ॥ জয়পুরে জয়ধ্বনি আবার বিতর্কও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে জেতার দু’দিনের মধ্যেই বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড করে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জিতলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। ম্যাচের পরে ধোনি বলেন, ‘‘রাজস্থান ম্যাচটার শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পেরেছিল। এ রকম ম্যাচ জিতলে অনেক কিছু শেখা যায়। তবে জয়ের আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গে যে ব্যাপারগুলো ঠিকঠাক হল না, সেগুলো নিয়ে ভাবতে হবে। না হলে প্রতিযোগিতার পরের দিকে সেগুলো আমাদের ভোগাতে পারে।’’ জয়ের পাশাপাশি বিতর্কেও জড়ালেন ধোনি। ম্যাচের শেষ দিকে একটি নো বলকে কেন্দ্র করে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে পড়েন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে ধোনির সমালোচনা করেন। পরিস্থিতি যাই হোক না কেন ধোনি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকতে পারেন না। এমন মন্তব্য ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। ধোনি অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। চেন্নাই সুপার কিংসের এর পরের ম্যাচ নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে। যে ম্যাচ নিয়ে ভাবনা যে শুরু করে দিয়েছেন তার ইঙ্গিতও দিয়েছেন। ধোনি বলেন, ‘‘এই ম্যাচটা জেতায় একটা সুবিধে হল যে কলকাতার উইকেটটা দেখার পরেই বুঝতে পারব ওখানে বোলারদের কতটা স্বাধীন ভাবে ব্যবহার করতে পারব।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×