ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদায় ১৪২৫

প্রকাশিত: ০৯:১৯, ১৩ এপ্রিল ২০১৯

বিদায় ১৪২৫

‘ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে/বাধাবন্ধহারা/গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া/হানি দীর্ঘধারা।/বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন,/চৈত্র অবসান/গাহিতে চাহিছে হিয়া/পুরাতন ক্লান্ত বরষের/সর্বশেষ গান।’ কবিগুরু রবীন্দ্রনাথের কথা এটি। সেকালের কথা এটি। আজ পুরনো-ক্লান্ত বরষের সর্বশেষ গান একালে আমাদেরও গাইতে ইচ্ছে করছে। আজ পুরনো বছরের শেষদিন। রাত পোহালেই বাংলা নববর্ষ। অনেক ঘটনা, অনেক স্মৃতি, হাসি-কান্না তথা আনন্দ-বেদনার স্মৃতিবিজড়িত বছরটি আজ চলে যাবে মহাকালের গর্ভে চিরকালের মতো। আর কোনদিন একে খুঁজে পাওয়া যাবে না। দিন পেরিয়ে রাত পোহালেই আসবে আরেকটি বছর, নতুন বাংলা বছর ১৪২৬ বঙ্গাব্দ। নতুন বছরকে সবাই স্বাগত জানাবে। আনন্দে মাতবে দেশের মানুষ। বর্ষবরণ অনুষ্ঠান হবে সব স্থানে, বিশেষভাবে হবে রাজধানীতে। আমাদের দৈনন্দিন রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত কাজে ইংরেজী বছর ব্যবহৃত হলেও বাংলা বছর প্রাণের বছর। অতীতে সব কাজই হতো বাংলা পঞ্জিকা অনুসারে। আজও গ্রামীণ জীবনে, কৃষি-সংশ্লিষ্ট নানা কাজে বাংলা সন-তারিখ অনুসরণ করা হয়। কথায় বলে সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না, সতত এগিয়েই চলে। মানুষেরও তেমনি সময়ের সঙ্গে এগিয়ে চলা উচিত। নইলে পিছিয়ে পড়তে হয়। গোটা বিশ্ব এগোচ্ছে। এগোচ্ছে মানুষের চিন্তা-ভাবনার গ-িও। দৃষ্টি প্রসারিত হচ্ছে মানুষের। তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। মানুষের চোখ এখন অনেক বেশি প্রসারিত অনন্ত নীল আকাশের দিকে। মানুষ এগিয়েছে সমাজে, সংসারে এবং রাষ্ট্রীয় জীবনধারায়। বর্তমান সরকার তার ধারাবাহিকতার তৃতীয় মেয়াদ শুরুর প্রথম বছরে। ইতোমধ্যে সরকার দেশের মানুষের মৌলিক অনেক দাবি পূরণ করেছে। নানা সমস্যা সত্ত্বেও গত বছরটি ভালভাবে পার করেছে সরকার। বছরটিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠন করেছে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। উপজেলা নির্বাচনের কয়েক ধাপ শেষ হয়েছে। বলা চলে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল বছরটিতে। বাজারে খাদ্যপণ্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করছে সরকার। বিদ্যুতে উৎপাদন ও আমদানিতে ব্যাপক সাফল্য এসেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়ক চার লেনে রূপান্তর, নতুন ফ্লাইওভার নির্মাণ, রাস্তা সংস্কারের মাধ্যমে যোগাযোগ খাতে ব্যাপক সাফল্য এসেছে। কাঁচপুরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সেতু উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। কৃষির সাফল্য এবারও এনে দিয়েছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। স্বাস্থ্য খাত, দেশী-বিদেশী কর্মসংস্থানসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিক কাজ করে যাচ্ছে সরকার। ‘পুরনো বছরের অবসান’ হতে যাচ্ছে আজ। বিগত বছরের দিকে তাকিয়ে সেখান থেকে ভুল-ত্রুটির শিক্ষা নিয়ে এগোতে হবে আমাদের। এটাই সময়ের দাবি। মানুষ প্রত্যাশা করে আগামী বছরটি ভাল যাবে। এগিয়ে যাবে বাংলাদেশ। জাতীয় কবি নজরুলের কথায় বলতে হবে : ‘আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত/গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত/সৃজিব নূতন ভবিষ্যত।’ নতুন ভবিষ্যত গড়ার প্রেরণা নিয়ে আসুক আগামী বছরটি। পুরনো বছরকে বিদায়।
×