ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষবরণের আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১:০২, ১৩ এপ্রিল ২০১৯

বর্ষবরণের আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ আজ শনিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “ক্রিমিনালরা নানাভাবে মেধা প্রয়োগ করবেই। তবে সেভাবে নিরাপত্তা বাহিনীকে তৈরি করেছি আমরা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই।” রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরে বর্ষবরণের অনুষ্ঠানমালা। দেড় দশক আগে এই অনুষ্ঠানে জঙ্গীরা বোমাহামলা চালিয়েছিল। এরপর জঙ্গী উত্থানের প্রেক্ষাপটে গত কয়েক বছর ধরে বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকে জোরদার। নিরাপত্তার বেড়জালে উৎসবের আমেজে ঘাটতি দেখা যায় বলেও অভিযোগ রয়েছে। নববর্ষ উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার। “উৎসব উদযাপনে কোনো ধরনের অসুবিধা হবে না। পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের উদ্দেশ্য সফল হবে না।” ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ‘প্রপাগান্ডা’ ছড়ালে তাতেও নিরাপত্তা বাহিনীর নজর থাকবে বলে জানান আসাদুজ্জামান কামাল। ফায়ার সার্ভিস ও হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে বলে জানান তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
×