ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেচারাল প্রোডাক্টস্ অর্গানিক এন্ড হেলদি ফুড এক্সপো বাংলাদেশে উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৪, ১৩ এপ্রিল ২০১৯

নেচারাল প্রোডাক্টস্ অর্গানিক এন্ড হেলদি ফুড এক্সপো বাংলাদেশে উদ্বোধন

অনলাইন ডেস্ক ॥ ন্যাচারাল প্রডাক্ট কোনো কৃত্রিম উপাদান এর মিশ্রন ছাড়া প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা হয় যা মেডিসিন হিসেবে ব্যবহার হয় এবং অর্গানিক বা জৈব খাদ্য সার ও কীটনাশক এর ব্যবহার ছাড়া তৈরি হয় । এই সমস্ত খাবার মানুষের শরিরে কনো খারাপ প্রবাব পড়ে না। যেমন-বাদাম, গ্রীন টি, ডিম, মাংস, সুজি, বেসন, মুড়ি ইত্যদি । এই সব প্রকৃতিক পন্য এখন বাংলাদেশের বাজারজাত করতে জেসন গ্রুপ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরি অংশ হিসেবে সম্প্রতি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত নেচারাল প্রোডাক্টস্ অর্গানিক এন্ড হেলদি ফুড এক্সপো বাংলাদেশ এর উদ্বোধন করেন জেসন গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মুহাম্মদ সেলিমউল্লাহ্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সেক্রেটারী (বানিজ্য) মি. শিশির কুঠারী এবং মি. পুনিত মিত্তাল (হেড অব ইন্টারন্যাশনাল বিজনেজ মিত্তাল আয়ুর্বেদ ইন্ডিয়া) তিন দিন ব্যাপি অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষ দিনে আজ বিপুল দর্শনার্থীর সমাগম হয়।
×