ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হয়রানির শিকার হলে র‌্যাবকে জানান

প্রকাশিত: ২৩:০৯, ১৪ এপ্রিল ২০১৯

হয়রানির শিকার হলে র‌্যাবকে জানান

অনলাইন রিপোর্টার ॥ বর্ষবরণে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘুরতে এসে কেউ যৌন হয়রানি বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার হলে র্যাবকে তাৎক্ষণিক জানানো যাবে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম নিজের ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন। র‌্যাব কর্মকর্তা বলেছেন, কোনো ধরনের হয়রানির শিকার হলে নিচের নম্বরে জানান। ০১৭৭৭৭২০১৬১ ( ম্যাজিস্ট্রেট , RAB ) , ০১৭৭৭৭১০৩০৩ ( অপারেশন অফিসার , RAB -৩)। আপনাদের নিরাপত্তায় উক্ত এলাকায় তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্বরত আছেন। আজ রবিবার উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ । রমনার বটমূলে সঙ্গীতানুষ্ঠান ঘিরে বিপুলসংখ্যক মানুষের ঢল নেমেছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতে মানুষের উপচেপড়া ভিড়। মঙ্গল শোভাযাত্রায়ও ঢল নামে মানুষের। বর্ষবরণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সাদা পোশাকেও থাকছে একাধিক টিম।
×