ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র রয়েছে : নৌ-প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৭, ১৪ এপ্রিল ২০১৯

বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র রয়েছে   :  নৌ-প্রতিমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে অতীতে ষড়যন্ত্র হয়েছিল দাবি করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র এখনও রয়েছে। সকল বাধা অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। রবিবার (১৪ এপ্রিল) রাজধানী ঢাকায় শিশু পার্ক প্রাঙ্গণে ঋষিজ শিল্পী গোষ্ঠীর আয়োজিত বর্ষবরণ উৎসব-১৪২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। চিরায়ত বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে সারাদেশে সাংস্কৃতিক বলয় তৈরি করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
×