ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের কাশ্মীরের জঙ্গি হামলার আশঙ্কা

প্রকাশিত: ২৩:৫৬, ১৫ এপ্রিল ২০১৯

ফের কাশ্মীরের জঙ্গি হামলার আশঙ্কা

অনলাইন ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ফের পুলওয়ামার মত হামলা চালাতে পারে জঙ্গিরা। ভারতের গোয়েন্দা সংস্থা এমনটাই আশঙ্কা করছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, এবারে জঙ্গিরা হামলার জন্য মোটর বাইক ব্যবহার করতে পারে। ইতিমধ্যে ওই অঞ্চলে সেনা সতর্কতা জারি করা হয়েছে। যোগ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জি নিউজের এক খবরে বলা হয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ওই হামলা চালানো হতে পারে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে এক আত্মঘাতি জঙ্গি হামলায় কমপক্ষে ভারতীয় সেনার ৪০ জন জওয়ান নিহত হন। এছাড়া আহত হন অন্তত ৪৩ জনের বেশি সেনা। ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।
×