ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপহৃত ১১২ জন নাইজেরীয় মেয়ে এখনও নিখোঁজ

প্রকাশিত: ০০:২১, ১৫ এপ্রিল ২০১৯

অপহৃত ১১২ জন নাইজেরীয় মেয়ে এখনও নিখোঁজ

অনলাইন ডেস্ক ॥ নাইজেরিয়ার চিবোক শহর থেকে অপহৃত ১১২ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। ২০১৪ সালের ১৪ এপ্রিল ২৭৬ জন মেয়েকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। অপহরণের পর ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় সেখান থেকে লাফিয়ে পালিয়ে আসে ৫৭ জন মেয়ে। অপর ২১৯ জনকে তারা সঙ্গে করে নিয়ে যায়। এরপর গত কয়েক বছরে বোকো হারামের সঙ্গে চুক্তির ভিত্তিতে মুক্তি পায় আরও ১১২ জন মেয়ে। বাকি ১০৭ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। এসব মেয়ে নাইজেরিয়ায় চিবোক গার্ল হিসেবে পরিচিত। সম্প্রতি আল জাযিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিখোঁজ দুই মেয়ের বাবা এনোক মার্ক বলেছেন, সরকার এখন আর আমাদের মেয়েদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেন না। তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা আমাদের অবস্থা দেখে আনন্দিত। ২০০২ সালে প্রতিষ্ঠার পর বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। গত কয়েক বছরে তারা হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। এছাড়া তাদের হামলায় নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।
×