ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজেপি ভারতকে বিভক্ত করতে চায় ॥ মেহবুবা

প্রকাশিত: ০০:২৬, ১৫ এপ্রিল ২০১৯

বিজেপি ভারতকে বিভক্ত করতে চায় ॥ মেহবুবা

অনলাইন ডেস্ক ॥ জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, বিজেপি মুসলিম ও সংখ্যালঘুদের বের করে দেওয়ার ধ্বংসাত্মক কর্মসূচিতে ভারতকে বিভক্ত করতে চায়। লোকসভা নির্বাচন উপলক্ষে জম্মুর কঠুয়ায় এক সমাবেশে নরেন্দ্র মোদি যে ভাষণ দিয়েছেন তার পাল্টা জবাবে তিনি এ মন্তব্য করেছেন। এর একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, আবদুল্লাহ পরিবার এবং মুফতি পরিবার জম্মু-কাশ্মিরের তিন প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। তাঁদের অপসারণের পরেই জম্মু-কাশ্মিরের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা যেতে পারে। তারা তাদের পুরো পরিবারকে মাঠে নামাতে পারে, কিন্তু তারা এদেশকে বিভক্ত করতে পারবে না। তাই পিডিপি নেত্রী মেহবুবা পাল্টা জবাবে মোদিকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজনৈতিক পরিবারগুলোর উপরে আক্রমণ করেন এবং নির্বাচনের পরে জোট করার জন্য দূত পাঠান কেন? ১৯৯৯ সালে ন্যাশনাল কনফারেন্স ও ২০১৫ সালে পিডিপি। কেন তাঁরা তখন ৩৭০ ধারার উপরে ক্ষমতাকে বেছে নিয়েছিলেন? ১৯৯৯ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স। রাজ্যটিতে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিডিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় ছিল।
×