ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর ॥ ইরান

প্রকাশিত: ০০:৩৩, ১৫ এপ্রিল ২০১৯

ভেনিজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর ॥ ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তেক্ষপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রবিবার রাতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের আমেরিকা ঊনবিংশ শতাব্দির মতো ল্যাতিন আমেরিকাকে নিজের ‘আঙিনা’ বানিয়ে রাখতে চায়। কিন্তু ট্রাম্পের জেনে রাখা উচিত ল্যাতিন আমেরিকাসহ গোটা বিশ্ব জেগে উঠেছে এবং ঘড়ির কাঁটা কখনো উল্টোদিকে ঘুরানো যায় না। ভেনিজুয়েলায় ইরানি বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করে সাইয়্যেদ মুসাভি বলেন, ল্যাতিন আমেরিকার এ দেশটির সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেখানকার পানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির জন্য ইরানি বিশেষজ্ঞরা কাজ করছে। অথচ মার্কিন সরকার ভেনিজুয়েলার তিন হাজার কোটি ডলার মূল্যের সম্পদ লুট করেছে এবং দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার চায় ভেনিজুয়েলার জনগণ হয় দেশটির নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করুক অথবা ক্ষুধার্ত থাকুক। তিনি বলেন, আমেরিকার এই ভূমিকা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের শামিল এবং তা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ‘ভয়েস অব আমেরিকা’কে দেয়া এক সাক্ষাৎকারে ভেনিজুয়েলার বর্তমান বৈধ সরকারের প্রতি ইরানের সমর্থনের ব্যাপারে তীব্র উষ্মা প্রকাশ করেন। ইরান ল্যাতিন আমেরিকায় ‘নাশকতামূলক তৎপরতা’ চালাচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানের এই তৎপরতা প্রতিহত করবে। পম্পেও এমন সময় এসব অভিযোগ করলেন যখন তার দেশ সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আমেরিকার পছন্দের বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে ক্ষমতায় বসানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
×