ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট!

প্রকাশিত: ০১:০০, ১৫ এপ্রিল ২০১৯

বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট!

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছিল ইংল্যান্ডের। এরপর ভারতকে হারিয়ে পাকিস্তান জিতে নেয় চ্যাম্পিয়নস ট্রফি। তাইতো পাকিস্তানকে নিয়ে ‘যত ভয়’ ইংলিশ অধিনায়ক ইয়ান মরগানের। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানছেন মরগান। তবে ফেবারিটের তালিকায় পাকিস্তানকে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে এবং এক টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ৫ মে টি-টোয়েন্টির পর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে সিরিজ নিয়ে মরগান বলেছেন,‘পাকিস্তান সিরিজ খুবই উপকারী হতে যাচ্ছে। সামারের শুরুতেই হবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজ।’ যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ফর্ম খুব একটা ভালো নেই। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। তবুও মরগান মনে করছেন বিশ্বমঞ্চে পাকিস্তান ঠিকই স্বরূপে ফিরে আসবে। ‘‘পাকিস্তান বিশ্বকাপের দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট দল। তারা চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। দুর্দান্ত পারফরম্যান্স করেই তাদের শিরোপা জিততে হয়েছে। তাও আবার ইংল্যান্ড। এজন্য বলছি তারা ফেবারিট।’’ – বলেছেন মরগান। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। ভাবা হচ্ছে, এবার বিশ্বকাপ জয়ের সবথেকে বেশি সম্ভাবনা ইংল্যান্ডের। শেষ চার বছরে ওয়ানডে ক্রিকেটে সবথেকে ধারাবাহিক তারা। পারফরম্যান্সেও তারা এগিয়ে। দেশে-বিদেশে সমানতালে পারফর্ম করেছে দলটি। বিশেষ করে শেষ চার বছরে এক দল হয়ে খেলছে ইংল্যান্ড। নির্দিষ্ট পরিকল্পনায় এগিয়েছে মরগানের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারাই এখন শীর্ষে। ‘‘শেষ চার বছর আমরা একসঙ্গে খেলে আসছি। নির্দিষ্ট জায়গায় এখন একাধিক ক্রিকেটার আছে যারা দলের হয়ে অবদান রেখেছে। আমাদের ১৮-১৯ জনের একটি দল আছে যারা বিশ্বকাপের ১৫ জনের দলে থাকতে লড়াই করছে। পাকিস্তান সিরিজে সবাইকে দেখার দারুণ একটি সুযোগ। বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। আমরা সেই চেষ্টা করে যাবো অবশ্যই।’’ – বলেছেন মরগান।
×