ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা ॥ আসামী মাকসুদুল আলম ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০১:২২, ১৫ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যা ॥ আসামী মাকসুদুল আলম ৫ দিনের  রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাকসুদুল আলমের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মকসুদকে পিবিআই আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত সোমবার রিমান্ড শুনানীর দিন ধায্য করে জেলাহাজাতে পাঠানোর নির্দেশ দেন্ ।সোমবার রিমান্ড শুনানী শেষে মাকসুদুল আলমের ৫ দিন রিমান্ড মন্জুর করেন। গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথম পত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর বুধবার রাতে মারা যায়। বৃহস্পতিবার বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে নুসরাতে ভাই নোমান মামলা দায়ের করে। ওই মামলায় এজহার নামীয় ৭জনসহ এ পর্যন্ত ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও উত্তপ্ত ছিল ফেনীর সোনাগাজী। সকালে সোনাগাজীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, নুসরাতের স্বজন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার জনগন সোনাগাজীর জিরো পয়েন্টে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা মানববন্ধনে মিলিত হয়। এসময় বক্তারা নুসরাতের শ্লীলতহানি ও হত্যার ঘটনায় সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সকল অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। কোনভাবে যেন মামলা ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। একই দাবীতে ফেনী ফেনী শহরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ ও মানববন্ধন করেন।
×