ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শব-ই বরাত কবে সিদ্ধান্ত আগামীকাল

প্রকাশিত: ১৩:৩২, ১৬ এপ্রিল ২০১৯

শব-ই বরাত কবে সিদ্ধান্ত আগামীকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে আবেদন করার পর আদালত ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে আবেদনকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছে। একইসঙ্গে আদালত আবেদনকারীকে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলে। ওয়েবসাইট। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মোঃ খুরশিদ আলম খান। ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, ৬ এপ্রিল দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ এপ্রিল রাতে শব-ই বরাত পালিত হবে। পরে চাঁদ দেখার বিষয়ে একটি বেসরকারী সংস্থা ভিন্নমত জানালে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।
×