ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯ মে পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে এ্যাকর্ড

প্রকাশিত: ১৩:৩২, ১৬ এপ্রিল ২০১৯

১৯ মে পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে এ্যাকর্ড

বাংলা ট্রিবিউন ॥ বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্টস কারখানা পরিদর্শন জোট এ্যাকর্ডের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করেছে আপীল বিভাগ। এর ফলে ১৯ মে পর্যন্ত এ্যাকর্ড তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ্যাকর্ডের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বেঞ্চ মামলাটির মুলতবি আদেশ দেন। আদালতে এ্যাকর্ডের পক্ষে সময় আবেদনের শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এছাড়া বিজিএমইএ’র পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
×