ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হার্দিক ঝড়ে আবারও পথ হারাল ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ এপ্রিল ২০১৯

হার্দিক ঝড়ে আবারও পথ হারাল ব্যাঙ্গালুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ আগের ম্যাচেই চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে সেই ছন্দটা ধরে রাখতে পারল না তারা। সোমবার হার্দিক পান্ডিয়ার ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে আবার পথ হারিয়েছে বিরাট কোহলিরা। খবর ক্রিকইনফোর। এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলীর ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালুরু ৭ উইকেটে করে ১৭১ রান। তবে হার্দিকের ১৬ বলে হার না মানা ৩৭ রানের টর্নেডো ইনিংসে ভর দিয়ে ৫ উইকেট হারিয়ে ৬ বল আগেই জয় নিশ্চিত করে মুম্বাই। এই জয়ে ৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে রোহিত শর্মারা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার দিন পুরোপুরি ব্যর্থ অধিনায়ক কোহলি। ৯ বলে ৮ রান করে ফেরেন তিনি। তবে জ্বলে ওঠেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়া ব্যাটসম্যানের ৫১ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ৭৫ রানে বড় সংগ্রহের ভিত পায় ব্যাঙ্গালুরু। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মঈন। ৩২ বলে ১ চার ও ৫ ছক্কায় তিনি সাজান ৫০ রানের ইনিংস। তবে পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ১৭১ রানে শেষ হয় ব্যাঙ্গালুরুর ইনিংস। দুর্দান্ত বোলিংয়ে দিনটি রাঙিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার ৪ ওভারে ৩১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন কুইন্টন ডি কক ও রোহিত শর্মা। মুম্বাই অধিনায়ক ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ২৮ রান। আর ডি কক ২৬ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪০ রান। সূর্য কুমার যাদবের ব্যাট থেকে আসে ২৯ রান। ইশান কিষাণ ৯ বলে ৩ ছক্কায় খেলেন ২১ রানের ঝড়ো ইনিংস। এরপরও হারের শঙ্কা জন্মে মুম্বাইয়ের ডাগ আউটে। তবে ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে সব শঙ্কা উড়িয়ে মুম্বাইকে জয় এনে দেন হার্দিক।
×