ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কানাডার

প্রকাশিত: ০৩:১১, ১৬ এপ্রিল ২০১৯

মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কানাডার

অনলাইন ডেস্ক ॥ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সোমবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশটি জানিয়েছে, ভেনেজুয়েলার বিপর্যয়কর পরিস্থিতির জন্য দায়ী শীর্ষ ৪৩ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চতুর্থ দফায় মাদুরো সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, মাদুরো প্রশাসনের সব ঊর্ধ্বতন কর্মকর্তারাই এ দফার নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। তিনি বলেন, নিকোলাস মাদুরোর অব্যাহত গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে নিকোলাস মাদুরোকে জবাবদিহির আওতায় আনতে যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। বিদ্যমান সংকটের জন্য মাদুরোকে জবাবদিহির আওতায় আনার ওপরও জোর দেন তিনি। মাইক পম্পেও বলেন, ভেনেজুয়েলার জনগণের সাহায্যার্থে যুক্তরাষ্ট্র যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহার করবে। নিষেধাজ্ঞা, ভিসা প্রত্যাহার ও অন্যান্য উপায়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ৫০টিরও বেশি দেশ। বিপরীতে মাদুরোকে সমর্থন দেয় তুরস্ক, রাশিয়া ও কিউবার মতো দেশগুলো। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।
×