ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরাগে তিন কোম্পানিসহ ৯৬ অবৈধ স্থপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৮:২০, ১৬ এপ্রিল ২০১৯

তুরাগে তিন কোম্পানিসহ ৯৬ অবৈধ স্থপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ বিআইডব্লিউটিএ’র অভিযানে মঙ্গলবার তিন কোম্পানি সহ ছিয়ানব্বই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নিলামে বিক্রি করা হয়েছে ২২ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার জব্দকৃত মালামাল। উদ্ধার হয়েছে প্রায় চার একর জায়গা। তুরাগ নদের উভয় পাড়ে উচ্ছেদ অভিযান চালান হয়। ধউর সেতু থেকে শুরু হয়ে প্রত্যাশা সেতুর পশ্চিমপাড়ে এসে অভিযান শেষ হয়। অভিযানে নেতৃত্ত্ব দেন নির্বাহী হাকিম মো: মোস্তাফিজুর রহমান। নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দীন। সহযোগিতায় ছিলেন বিআইডাব্লিটিএর অন্যান্য কর্মকর্তা সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য। সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযান শুরুর আগেই দখলদাররা তাদের মালামাল সরিয়ে নেই। তবে তিনটি বালুর গদি ও প্রত্যাশা সেতুর পূর্বপাশে পাদদেশে অবৈধভাবে গড়ে তোলা ইব্রাহীম স্যানিটারিং কোম্পানির বাড় বড় কালভাট, পাইপ ও অন্যান্য মালামাল নিলামে বিক্রি করা হয়। এতে সরকারি কোষাগারে প্রায় সাড়ে বাইশ লক্ষটাকা যুক্ত হয়েছে। ৩য় পর্বের ২য় পর্যায়ের ১ম দিন সম্মলিত ২৮তম কার্যদিবসে ব্যাপক অবৈধ স্থাপনা উচ্ছেদ হতে দেখা যায়। এসময় নাভানা পিভিসি পাইপ, এনম টেক্স গ্রুপ ও ডম ইনো কনক্রিট নামে তিনটি কোম্পানির বিশাল বিশাল ভবন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। তবে কোম্পানি গুলো তাদের মালামাল আগে থেকেই সরিয়ে ফেল। লাল কালি দিয়ে সতর্ক নটিস জারি করার পর ভবন থেকে জানালা, দরজা, আসবাবপত্র সহ ডম ইনো কংক্রিট রেডিমিক্স কোম্পানির ব্যবহ্রত প্রায় ২০-২৫টি গাড়ি অন্যত্র সরিয়ে রাখে। বাড়ির বাসিন্দারা সরিয়ে রাখে তাদের ঘরের মালামাল। অভিযানে পানি উন্নয় বোর্ডেরর প্রায় ২ একর জায়গা উদ্ধার হয়েছে। ডম ইনো রেডি মিক্সের চার তলা ভবন উচ্ছেদের সময় কোম্পানির লিগাল এ্যাডভাইজার ফরিদ উদ্দীন আহমেদসহ কয়েকজন কোম্পানির লোক ঘটানা স্থলে এসে উচ্ছেদ অভিযান ব্যাহত করার চেষ্টা করে। পরে নির্বাহী হাকিম মো: মোস্তাফিজুর রহমানের জিজ্ঞাসাবাদে জবাব দিতে ব্যর্থ হয়ে ফিরে যায়। অভিযানে দোতলা ভবন তিনটি, একতলা ১১টি, আধা পাকা ১৫টি ও টিনসেডের ২৭টি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া ভেঙ্গে দেওয়া হয়েছে বাউন্ডারী ওয়াল ৮টি এবং টিনের ঘর ৩১টি। বুধবার সকাল নয়টা থেকে প্রত্যাশা সেতুর পূর্বপাশ থেকে অভিযান চলবে বলে জানা গেছে।
×