ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানজুকিচের নতুন চুক্তি

প্রকাশিত: ১২:০৪, ১৭ এপ্রিল ২০১৯

মানজুকিচের নতুন চুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই তেত্রিশে পা রাখবেন মারিও মানজুকিচ। তারপরও মাঠের লড়াইয়ে দুর্দান্ত খেলছেন জুভেন্টাসের এই তারকা ফুটবলার। যে কারণেই এখনও মারিও মানজুকিচের ওপর আস্থা রাখছে জুভেন্টাস। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সাবেক এই স্ট্রাইকারের সঙ্গে নতুন চুক্তি করেছে তুরিনের বুড়িরা। চুক্তির মেয়াদ এক বছর। এর ফলে ২০২১ সাল পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন ২২ বছরের মারিও মানজুকিচ। চুক্তি নবায়নের পর স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত মানজুকিচ। শোনালেন আশার বাণী। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে জুভেন্টাসের সঙ্গে আমার নতুন চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। এই ক্লাবের হয়ে খেলতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। আমি ক্লাবের চেয়ারম্যান আন্দ্রে এ্যাগনেল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যতদিন এখানে আছি সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করব।’ ২০১৫ সালে স্পেনের জায়ান্ট ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লেখান মানজুকিচ। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের জার্সিতেও গত চার বছর ধরে নিয়মিতই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবার যেন তারই পুরস্কার পেলেন ক্রোয়েশিয়ার সাবেক এই তারকা ফুটবলার। নতুন চুক্তিতে এবার তার পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। পুরনো চুক্তি অনুযায়ী মানজুকিচের তুরিনোতে থাকার কথা ছিল ২০২০ সাল পর্যন্ত। কিন্তু এই বয়সেও দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিচ্ছেন তিনি। দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গেও জুটি হিসেবে জমিয়ে তুলেছেন মানজুকিচ। সিআর সেভেন ব্যর্থ হলে মানজুকিচ যেন জ্বলে ওঠেন। এদিকে দলের তরুণ প্রতিভাবান ফুটবলার মুইস কিনের ওপরও আলাদা করে দৃষ্টি রাখছে জুভেন্টাস। তরুণ ফুটবলার হিসেবে এই মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করছেন কিন। শুধু ক্লাব কেন? ইতালির জাতীয় দলেও বিস্ময়কর পারফর্ম করছেন তিনি। দেশটির ভবিষ্যত এই স্ট্রাইকার ইতালির হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন। প্রথম দুই ম্যাচে টানা দুই গোল করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। যে কারণেই তার সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় জুভেন্টাস। কিনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত। কিন্তু বর্তমান চুক্তির মেয়াদ শেষের অনেক আগেই তাকে নতুন করে চুক্তিবদ্ধ করতে চায় ক্লাব কর্তৃপক্ষ। জুভদের লক্ষ্য এবার ২০২৪ সাল পর্যন্ত কিনের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা। কোরেই তোরিনোর রিপোর্ট অনুসারে জুভেন্টাসের প্রতিনিধি মিনো রাইওলাকে ১.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। যেখানে রাইওলার দাবি ২ মিলিয়ন ইউরো। দরদামের ছোট পার্থক্য ঘুচিয়ে উঠলে হয়তো সামনের সপ্তাহেই কিনের নতুন চুক্তির ঘোষণাটি আসতে পারে। ইতালিয়ান সিরি’এ লীগে একক দাপট দেখাচ্ছে জুভেন্টাস। গত কয়েক বছর ধরেই লীগ শিরোপা নিজেদের শোকেসে তুলছে তারা। কিন্তু দুর্ভাগ্য জুভদের। ১৯৯৫-৯৬ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লীগ ছুঁয়ে দেখা হয়নি তাদের। গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে ভেড়ানোর অন্যতম কারণ ছিল ইউরোপে ভাল করা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে নিজের প্রথম চ্যালেঞ্জটা অবশ্য বেশ ভালভাবেই গ্রহণ করেছেন সিআর সেভেন। তবে শেষ পর্যন্ত জুভেন্টাস কী পারবে ইউরোপ সেরার মুকুট পরতে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×