ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টাইগার উডসের রাজসিক প্রত্যাবর্তন

প্রকাশিত: ১২:০৫, ১৭ এপ্রিল ২০১৯

টাইগার উডসের রাজসিক প্রত্যাবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও সাফল্যের ছোঁয়া পেলেন টাইগার উডস। রবিবার অগাস্টা মাস্টার্সের ফাইনাল রাউন্ড জিতে নিজের পঞ্চদশতম মেজর শিরোপা জিতলেন গল্ফ সম্রাট । এদিন শুরুতে ফ্রানসেস্কো মলিনারির চেয়ে দুই শট পেছনে ছিলেন উডস। কিন্তু চূড়ান্ত পর্যায়ে ১৩ আন্ডারে ৭০ স্কোর করে মোট ২৭৫ পয়েন্ট এবং ওয়ান শটে ডাস্টিন জনসন, জ্যান্ডার শ্যাফেল ও ব্রুকস কোয়েপকাকে হেলায় পেছনে ফেলে খেলাধুলার জগতে প্রত্যাবর্তনের নতুন নজির গড়লেন টাইগার উডস। শিরোপার নিশ্চিত করার পরই গল্ফ ক্লাব ও নিজের মুষ্টি শূন্যে উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গল্ফ সম্রাট। তার পর মা ও দুই সন্তানকে জড়িয়ে ধরেন তিনি। ততক্ষণে ‘টাইগার’ ‘টাইগার’ চিৎকারে উল্লাসে মেতে উঠেন দর্শকরা। ব্যক্তিগত জীবনের বিবিধ সমস্যায় জেরবার হওয়ার পরে গল্ফ কোর্স থেকে সাময়িক বিদায় নিয়েছিলেন টাইগার উডস। চতুর্থ ও পঞ্চম মাস্টার্স খেতাবের মাঝে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৪ বছর! আসলে জাত চ্যাম্পিয়নরা তো এমনই! উডস যেন সেটাই প্রমাণ করলেন নতুন করে। কেননা, দুই বছর আগেও জানতেন না আর কোন দিন গল্ফ খেলতে পারবেন কি না। পিঠ আর পায়ের চোটে এতটাই বিপর্যন্ত হয়ে পড়েছিলেন যে, ভেবেছিলেন পেশাদার গল্ফ জীবন হয় তো তার শেষ। কিন্তু কে জানত, তার হাত ধরেই খেলাধুলার দুনিয়ায় সর্বকালের অন্যতম সেরা প্রত্যাবর্তন দেখবে বিশ্ব! এগারো বছর পর গল্ফ কোর্সে আবারও ফিরল তার দাপট। ২০০৯ সালের ঘটনা। ব্যক্তিগত জীবনে একের পরে এক ঝামেলায় জড়িয়ে যাওয়ার পর থেকে বিশ্বের সাবেক এক নম্বরের খেলোয়াড় জীবনের লেখচিত্র ক্রমশ তলানিতে এসে ঠেকেছিল। সেইসঙ্গে জুড়েছিল চোট-আঘাত, ব্যথা নিরাময়কারী ওষুধের নেশা। যার প্রভাবে গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ায় পুলিশ তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল। সেইসব অতীত পেরিয়ে আবারও গল্ফ আকাশে টাইগারের উদয়। ১৯৮৬ সালে ৪৬ বছর বয়সী জ্যাক নিকোলাসের মেজর জয়ের পর ৪৩ বছর বয়েসে দ্বিতীয় বয়স্ক মাস্টার্স জয়ী হিসেবে নাম লেখালেন টাইগার উডস। এক সময় উডসকেই ধরা হতো জ্যাক নিকোলাসের ১৮ মেজরের রেকর্ড ভাঙ্গার এক নম্বর দাবিদার। খেলোয়াড় জীবনের প্রথম ১১ বছরেই যে ১৪ মেজর জিতে ফেলেন টাইগার। কিন্তু ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জয়ের পর থেকে সেই ছবিটা ক্রমশ ঝাপসা হতে শুরু করেছিল। ১১ বছর পরে আবার সেই সম্ভাবনা উজ্জ্বল হলো। স্বয়ং নিকোলাসও তাই বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টাইগারকে অনেক অভিনন্দন। আমি ওর জন্য, গল্ফ খেলাটার জন্য খুব খুশি। সত্যিই অসাধারণ লাগল।’
×