ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ ’

প্রকাশিত: ০০:০২, ১৭ এপ্রিল ২০১৯

‘ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ ’

অনলাইন ডেস্ক ॥ ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে আমেরিকার সন্ত্রাসী তালিকায় স্থান দেয়ার ঘটনা প্রমাণ করে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের নীতি মারাত্মক ব্যর্থ হয়েছে। জেনারেল হাতামি সম্প্রতি ইরানের পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, আমেরিকার ইরান-বিদ্বেষী নীতির মূল ভিত্তি একটি; আর তা হচ্ছে ইরানের শক্তিমত্তার স্থানটিতে আঘাত করা। হাতামি বলেন, আইআরজিসি একটি প্রতিরক্ষা বাহিনী হিসেবে ইরানের সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সন্ত্রাসীদের কবল থেকে মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত দুই বছর ধরে তার দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকার পরও আমেরিকার পক্ষ থেকে আইআরজিসি’কে ‘সন্ত্রাসী’ অভিহিত করা থেকে বোঝা যায় নিষেধাজ্ঞা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন। তিনি এমন সময় এ পদক্ষেপ নিয়েছেন যখন মধ্যপ্রাচ্যে মার্কিন পৃষ্ঠপোষকতায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনী প্রধান ভূমিকা পালন করেছে।
×