ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আগামী মৌসুমে বার্সায় থাকছেন কুতিনো’

প্রকাশিত: ০০:৫৫, ১৭ এপ্রিল ২০১৯

‘আগামী মৌসুমে বার্সায় থাকছেন কুতিনো’

অনলাইন ডেস্ক ॥ দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ওই ম্যাচে মেসির জোড়া গোলের সঙ্গে ট্রেডমার্ক শটে জালের দেখা পেয়েছিলেন ফিলিপ কুতিনো। ব্রাজিলিয়ান তারকার অসাধারণ ওই গোলের পর তাকে প্রশংসা ভাসিয়েছেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ। এবার গ্রীষ্মের দল-বদলে ব্রাজিলের কুতিনোকে ছাড়তে চান না বার্সেলোনার সভাপতি বার্তেমেউ। চলতি মৌসুমে একাদশে নিয়মিত না হওয়ায় তার দল বদল নিয়ে গুঞ্জন তোলে স্প্যানিশ গনমাধ্যমগুলো। গত বছরের জানুয়ারিতে ১৪৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী এ তারকা। গ্রীষ্মের দলবদলে আবারও ইংলিশ লিগের ক্লাবে তিনি যেতে পারেন বলে গনমাধ্যমের খবর। তবে সেই গুঞ্জনের ডালপালা ছাটাই করে বার্সা সভাপাতি বার্তেমেউ জানিয়েছন, ক্লাবের পরিকল্পনায় কুতিনহো ভালোভাবেই আছেন। ‘কুতিনো অসাধারণ একজন খেলোয়াড়। সে দিন দিন উন্নতি করছে। বার্সার হয়ে মাঠে নামাটা সহজ কথা নয়। তবে গত ছয় মাস ধরে সে এখানে খেলছে। তার ওপর কোচের আস্থা আছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার কাছ থেকে আমাদের আরও কিছু পাওয়ার প্রত্যাশা রয়েছে।’ বার্সার সঙ্গে কুতিনোর চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বার্তেমেউ বলেন, ‘আমাদের সঙ্গে তার একটা চুক্তি আছে এবং সে দলে থাকবে, যতক্ষণ না অন্য কোনো ক্লাব তার রিলিজ ক্লজ পরিশোধ করে। সে বার্সার সঙ্গে থাকবে। কুতিনো ভিন্ন ধরনের একজন ফুটবলার এবং বার্সা এমন ভিন্ন ধরনের খেলোয়াড়দের দলে চায়।’
×