ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিহিংসার শিকার জ্যোতিকা জ্যোতি

প্রকাশিত: ১২:৩৫, ১৮ এপ্রিল ২০১৯

প্রতিহিংসার শিকার জ্যোতিকা জ্যোতি

রাজনীতি ও অভিনয় দুই মাধ্যমেই সরব জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজনীতিতে অংশ নিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। আর তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী এই রাজনীতিরই প্রতিহিংসার শিকার হয়েছেন। সম্প্রতি একটি মহল তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ও তার বিরদ্ধে অপপ্রচার চালানোর জন্য তার ফেসবুক আইডি হ্যাক করেছেন। ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ৩১ মার্চ জিডি করেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘গত ২৪ মার্চ থেকে আইডিটি হ্যাক করার চেষ্টা করছিল, বার বার নোটিফিকেশন পাচ্ছিলাম। তখনই আমার সন্দেহ হয়েছে। ৩১ তারিখ বিকেল ৫টার দিকে আইডি হ্যাকড হয়েছে। ওইদিন প্রায় ৪-৫ ঘণ্টা ধরে আইডি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হই। পরে ওইদিন রাতেই পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগে অভিযোগ করেছি। হ্যাকাররা আমার ফেসবুক এবং ইমেইল দুটিই হ্যাক করেছে। যতদ্রুত সম্ভব আমার আইডি উদ্ধার করার আশ্বাস দিয়েছে পুলিশ।’ জ্যোতিকা জ্যোতি আরও বলেন, ‘রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য গৌরিপুরের কয়েকজন আমার নামে ফেসবুকে বাজে মন্তব্য করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজে পোস্ট করেছে। আলাদা ঘটনা হলেও ঘটনা দুটি একই দিনে ঘটেছে। কয়েকজনকে আমি সন্দেহের তালিকায় রেখেছি। ওরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে কোন রকমের উদ্দেশ্য হাসিল করতে না পারে তার জন্য আমি পুলিশের সহযোগিতা নিয়েছি। পুলিশ আমাকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।’ গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এই অভিনেত্রী। তার আগে থেকেই মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে গেল নির্বাচনে রাজনৈতিক প্রচারণায় তার অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। সম্প্রতি জ্যোতি ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’র পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তিতে তিনি বলেন, আমার জন্য সম্মান ও গৌরবের। ধন্যবাদ ‘বাচসাস’কে আমায় শ্রেষ্ঠদের মধ্যে নির্বাচিত করার জন্য। চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে জ্যোতি অভিনীত ‘গ্রামের নাম সুবর্ণপুর’। নাটকটি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বেশ ভালই সাড়া পাচ্ছি। নাটকে আমার নাম সালেহা। পরিবারের বড় বউ। গল্পটি ফ্যামিলি কেন্দ্রিক। গল্পটিতে অনেক মেসেজ রয়েছে। নাটকটি দেখে আমার পরিবারের সবাই প্রশংসা করছেন। তারা সব কাজের প্রশংসা করে না। যেটা ভাল হয় সেটা বলে। দীর্ঘদিন ধরে জ্যোতিকে পর্দায় দেখা যাচ্ছে না। কারণ এখন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে আসন্ন ঈদের জন্য বেছে বেছে কয়েকটি কাজ করবেন। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবিটির অগ্রগতি? ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির কাজ শেষ। শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা দেয়া হবে। এবং নতুন একটি ছবিতেও অভিনয় করছেন জ্যোতি। শোবিজের সবাই ওয়েব সিরিজ করছে। আপনাকে আকর্ষণ করে না? অভিনয় যে কোন মাধ্যমেই করব। যারা ভাল কাজ করবে তাদের সঙ্গেই কাজ করব। তবে মানসম্মত কাজ হতে হবে। নাটক বা সিনেমা দেখার মাধ্যম পরিবর্তন হয়েছে। কোনটা এগিয়ে রাখবেন? আমি টেলিভিশনকে এগিয়ে রাখব। কখনোই অনলাইনে দেখার পক্ষে না। বড় পর্দার কাজ বড় পর্দায়ই দেখে মজা পাওয়া যাবে। তবে সময়ের পরিবর্তনকে মেনে নিতে হবে। -বললেন জ্যোতিকা জ্যোতি।
×