ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পারিশ্রমিক সঙ্কটে টালিউড

প্রকাশিত: ১২:৩৫, ১৮ এপ্রিল ২০১৯

পারিশ্রমিক সঙ্কটে টালিউড

টালিউডে পেমেন্টের সমস্যা নতুন কিছু নয়। কলাকুশলী টাকা পাননি, এমন প্রায়ই শোনা যায়। সেক্ষেত্রে কিন্তু ছবির মান নিয়েও তো প্রশ্ন ওঠে। সেখানে বিনা পারিশ্রমিকে একজন শিল্পী কী করে নিজেকে উজাড় করে দেবেন যেখানে তার আয়ের উৎস কেবলই অভিনয়? আর তার সঙ্গে ইন্ডাস্ট্রিতে আসা নতুন প্রযোজকরা কতটা ভরসাযোগ্য, সেই প্রশ্নও উঠে আসে। সম্প্রতি টালিগঞ্জ এর সিনেমা জগতে মুক্তি পাওয়া ‘বসু পরিবার’ বক্স অফিসে ভালই ব্যবসা করছে। কিন্তু এই ছবি তৈরির নেপথ্যে রয়েছে অনেক কাহিনী। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো অভিনেতাদেরও সম্মানীর চেক বাউন্স করেছে। দীর্ঘ দিন বন্ধও ছিল ছবির শূটিং। পরিচালক সুমন ঘোষের অভিযোগের তীর ছিল প্রযোজক রাকেশ সিংহের দিকে। এমনকি পাওনা মেটানো হয়নি বলে শূটিংয়ের সময়ে জেনারেটর বন্ধের উপক্রম হয়েছিল। রিলিজের আগের দিন আইনক্স থেকে জানিয়েছিল আপলোডিংয়ের টাকা দেয়া হয়নি, তাই তারা ছবি চালাতে পারবে না। সুমনের মন্তব্য, ‘এই পরিস্থিতিতে কাজ করে মান বজায় রাখা কঠিন। আমি শিল্পীদের কাছে কৃতজ্ঞ যে, তারা কাজ করেছেন।’ ‘বসু পরিবার’-এ অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। বিষয়টি তুলে ধরতে ক্ষোভে ফেটে পড়লেন তিনি, ‘টালিউডের প্রতিটি শিল্পীই পাওনাগত নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রথমেই তো এত কম টাকা অফার করা হয় যে, বলার নয়। তার পরেও সেই টাকা পেতে কালঘাম ছুটে যায়। খুব কম প্রযোজক ঠিক সময়ে পাওনা মেটান। সুদীপ্তা ‘ভূমিকন্যা’তেও ছিলেন। এই টিভি সিরিজের অনেক শিল্পী এখনও পারিশ্রমিক পাননি। আর্টিস্ট ফোরামে এই নিয়ে বিস্তর কাজিয়া চলছে। এদিকে সোহিনীর মতো তুমুল জনপ্রিয় অভিনেত্রীও প্রায় ৭০ লাখ টাকা পান প্রযোজকের কাছে। এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত-স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে মৈনাক ভৌমিকের ‘গল্প ওদের’ ছবির নির্মাণকাজও মাঝপথে বন্ধ হয়ে রয়েছে দীর্ঘ দিন। এমনকি আর্থিক সমস্যার কারণেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো নির্মাতার ছবি ‘ধূমকেতু’ রিলিজ করা যাচ্ছে না। যেখানে রয়েছেন দেব-শুভশ্রীর মতো অভিনেতারা। প্রথম সারির অভিনেতা-পরিচালকদের যদি এই অবস্থা হয়, তা হলে বাকিদের পরিস্থিতি সহজেই অনুমেয়। অন্যদিকে শিল্পীদের পেশাদারিত্বের দিকেও আঙ্গুল তোলেন ছোট পর্দার অনেক প্রযোজক। কিন্তু প্রযোজকরা যতই তাদের যুক্তি পেশ করুন, ঘটনা পরম্পরা বলে দিচ্ছে টালিউডে পারিশ্রমিক পেতে কালঘাম ছুটে যায়! বড় প্রযোজনা সংস্থা যেখানে পাওনা বাকি রাখে, সেখানে নতুনদের ওপরে কতটা ভরসা রাখা সম্ভব? কৌশিক গঙ্গোপাধ্যায় যেমন বলছেন, ‘আমি নতুনদের সঙ্গেও কাজ করেছি। সুপর্ণকান্তি করাতিও নতুন। কিন্তু কোন সমস্যা হয়নি। ‘ধূমকেতু’ একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কাউকে অমর্যাদা না করে বলছি, মাঝে মধ্যে কাজ করতে আসা লোকদের নিয়েই সমস্যা হয়।’ তবে কলাকুশলী, শিল্পী পরিচালক সকলেরই বক্তব্য, এত সমস্যা সত্ত্বেও টালিউডের শিল্পীরা মানের সঙ্গে আপোস না করে পেশাদারিত্ব দেখিয়ে কাজ করছেন। আনন্দকণ্ঠ ডেস্ক
×