ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তারায় ভরা সিনেমা ‘কলঙ্ক’

প্রকাশিত: ১২:৩৬, ১৮ এপ্রিল ২০১৯

তারায় ভরা সিনেমা ‘কলঙ্ক’

আজকাল বলিউডে বড় আয়োজনে নামী-দামী অনেক জনপ্রিয় তারকা নিয়ে সিনেমা নির্মাণে অনেকটা ভাটা চলছে। এক সময়ে বিগ বাজেটে জনপ্রিয় সুপারস্টারদের সমাবেশ ঘটানো হিন্দী সিনেমা নির্মাণের দারুণ জোয়ার ছিল, দর্শকও তেমন তারকাবহুল জমজমাট কাহিনীর সিনেমার অপেক্ষায় থাকতেন। আগে বড় আয়োজনে তৈরি তারকাবহুল সিনেমাগুলো বক্স অফিসে দারুণ সাড়া জাগালেও ক্রমেই এ ধরনের ছবিগুলো বিপুল সংখ্যক দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এ ধারায় ভাটার টান চলছে বর্তমানে। কিন্তু তার পরও অনেক জনপ্রিয় তারকা শিল্পী কাস্ট করে বড় আয়োজনে ভাব নির্মাণের উদ্যোগ থেমে যায়নি একদম। এখন কম বাজেটে অপেক্ষাকৃত কম পরিচিত অভিনয় শিল্পী নিয়ে নির্মিত অনেক সিনেমা অবাক করা ব্যবসায়িক সাফল্য অর্জন করছে। ফলে নতুন ধরনের বিষয়বস্তু এবং চমক লাগানো গল্প নিয়ে কম বাজেটে মেধাবী নতুন মুখের অভিনেতা-অভিনেত্রীকে কাস্ট করে ছবি তৈরির প্রবণতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে বলিউডের অন্যতম শীর্ষ স্থানীয় প্রযোজক পরিচালক করণ জোহর তার প্রয়োজনা সংস্থা ধর্মা প্রোডাকশন থেকে নির্মাণ করেছেন ‘কলঙ্ক’ ছবিটি। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা, কুনাল খেমু, কিয়ারা আদভানি, কৃতি শ্যাননের মতো পরিচিত, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিশাল সমাবেশ ঘটানো বলিউডি সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কৌতূহলের শেষ নেই বর্তমানে। সবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা অভিষেক বর্মণ পরিচালিত বড় আয়োজনের সিনেমাটি। অভিষেক বর্মণ এর আগে ‘টু স্টেটস’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেটিরও প্রযোজক ছিলেন করণ জোহর। ১৫ বছর আগে বাবা যশ জোহরের সঙ্গে ‘কলঙ্ক’ ছবির পরিকল্পনা করেছিলেন তিনি। তখনও এ ছবির কাস্টিং পরিকল্পনাটি চোখে পড়ার মতো শাহরুখ খান, কাজল, অজয় দেবগন, রানী মুখার্জির মতো ডাকসাইটে বলিউড তারকাদের নিয়েই তখন ‘কলঙ্ক’ ছবিটি নির্মাণের প্রাথমিক পরিকল্পনা করেছিলেন পিতা-পুত্র। এরপর অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কলঙ্ক ছবিটি আর নির্মিত হয়নি। দীর্ঘদিনের সেই পরিকল্পনাটি অবশেষে বাস্তবায়িত হয়েছে। করণ জোহর শেষ পর্যন্ত তার প্রযোজনায় ‘কলঙ্ক’ ছবিটি নির্মাণ করেছেন। যা এখন রুপালি পর্দায় আসার অপেক্ষায় রয়েছে। যখন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, কুনাল খেমুদের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে ‘কলঙ্ক’ ছবিটির নির্মাণ কাজ শুরু হয় তখন থেকেই বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই তারকাবহুল সিনেমাটির প্রতি কৌতূহলী হয়েছেন। এ ছবির ফার্স্ট লুক টিজার, টাইটেল ট্র্যাক ও কয়েকটি গান প্রকাশিত হওয়ার পর দর্শকদের উৎসাহ আরও বেড়েছে। ছবিটির ট্রেলার দেখেই ধারণা করা যায়, এর গল্পের পরতে পরতে অনেক চমক রয়েছে। প্রেম রোমাঞ্চের মিষ্টি মধুর আবেগ, বিরহের যন্ত্রণা, ত্রিভুজ প্রেমের নাটকীয়তা ‘কলঙ্ক’ ছবিটিকে আকর্ষণীয়, মনোগ্রাহী উপভোগ্য করে তুলেছে তা বলাই বাহুল্য। ‘কলঙ্ক’ ছবির গল্পে যে প্রেম দেখানো হয়েছে তা বলিউডের অন্য আট-দশটি সিনেমায় দেখানো প্রেমের চেয়ে নিঃসন্দেহে আলাদা। কারণ এই প্রেমের পেছনে রয়েছে দেশভাগের গল্প, শিকড় ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার যন্ত্রণা। ‘কলঙ্ক’ ছবির মাধ্যমে টানা ২১ বছরের বিরতি ভেঙ্গে আবার পর্দায় জুটিবদ্ধ হয়েছেন সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত। দীর্ঘ প্রায় দুই যুগ পর এ জুটির অভিনয়ে ফেরার কারণে স্বাভাবিকভাবেই ছবিটিকে ঘিরে কৌতূহলী ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে। আলিয়া ভাট বরুণ ধাওয়ান একসঙ্গে জুটি বেঁধে বেশ অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের তরুণ প্রজন্মের সফল জনপ্রিয় এই পর্দা জুটি নতুন রোমাঞ্চের আলোড়ন তুলতে আসছেন। ফলে ‘কলঙ্ক’ ছবিটিকে ঘিরে তরুণ প্রজন্মের দর্শকদের আগ্রহ কৌতূহলও কম নয়। বলিউডে ক্রমেই দাপুটে এক অভিনেত্রীরূপে নিজের অবস্থানকে সুদৃঢ় করছেন আলিয়া ভাটা। মহেশ ভাট তনয়া আলিয়া সেরা অভিনয়ের স্বাক্ষর রাখছেন একের পর এক সিনেমায়। ‘টু স্টেটস’ ছবিতে দর্শক কয়েক বছর আগে দেখেছেন অনন্যা চরিত্রে। একই পরিচালকের দ্বিতীয় ছবি ‘কলঙ্ক’ আলিয়ার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে ধারণা করা যায়। এখানে তাকে রুপা চরিত্রে দেখা যাবে। রাগের মাথায় নেয়া একটি সিদ্ধান্তের কারণে রুপার জীবন তছনছ হয়ে যায়। তাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। ভালবাসার অকৃত্রিম টানেই বিবাহিত রুপার মনে অন্য একজন ঠাঁই পায়। কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থা তেমন সম্পর্ককে কোনভাবেই মেনে নিতে পারে না। এ ধরনের প্রেমকে কলঙ্ক বলে আখ্যায়িত করা হয়। ত্রিভুজ প্রেমের আগুনে দগ্ধ হওয়া রুপা তাই মনের দুঃখে বলে ওঠে, ‘রাগের মাথায় নেয়া একটা সিদ্ধান্ত এক সঙ্গে সবার জীবন তছনছ করে দিল।’ ‘কলঙ্ক’ সিনেমার ট্রেলারে রুপারুপি আলিয়া ভাটের মুখে তোমন আবেগঘন সংলাপ সবার হৃদয় ছুঁয়ে গেছে। এ ছবিতে দর্শক অদ্ভুত স্নিগ্ধ এক তরুণীরূপে আলিয়াকে দেখবেন দর্শক। যার মধ্যে ‘রাজি’ ছবির সেহমত, কিংবা ‘টু স্টেটস’-এর অনন্যা চরিত্রের অনেক মিল খুঁজে পাওয়া যাবে। কিছুদিন আগে ‘গাল্লি বয়’ ছবিতেও তাকে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। এবার ‘কলঙ্ক’ ছবির রুপা চরিত্র আগের সব চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। ভীষণ পরিচিত একটি চরিত্র, কিন্তু কারও সঙ্গে মেলানো যায় না। ছবির গল্প অনুযায়ী সব হারিয়েছে রুপা। নতুন করে কিছু হারানোর ভয় পায় না সে। তবে জীবনযুদ্ধে রুপা আসল প্রেম এবং সঠিক জীবন সঙ্গীর সন্ধান পাবে কিনা তা ছবিটি দেখার পর জানা যাবে। ‘কলঙ্ক’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়ার স্ক্রিন কেমিস্ট্রি সবাইকে আবিষ্ট করবেই। তারা খুবই আন্তরিক মনোভাব নিয়ে কাজ করেছেন এ ছবিতে। কয়েক প্রজন্মের গল্প তুলে ধরার কারণে দর্শক ছবিতে এক ধরনের বৈচিত্র্যের স্বাদ পাবেন। সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুরও পর্দায় জুটি হিসেবে দর্শকদের মন জয় করবেন ‘কলঙ্ক’ ছবিতে। দুটি চমৎকার আইটেম সংয়ে পারফরম করেছেন কিয়ারা আদভানি এবং কৃতি শ্যাননের মতো উদ্ভিন্ন যৌবনা সুন্দরী তন্বী অভিনেত্রী। মাধুরী দীক্ষিতের নৃত্যকুশলতা অতীতে বিভিন্ন ছবিতে উপভোগ করেছেন দর্শক। অনেকদিন পর মাধুরীর দুর্দান্ত নাচের চমক আবার দেখা যাবে ‘কলঙ্ক’ ছবিতে। এখানে তার সঙ্গে আলিয়া ভাটও পাল্লা দিয়েছেন। আলিয়াও চেষ্টা করলে ভাল নাচতে পারেন এটা তিনি প্রমাণ করেছেন ‘কলঙ্ক’ ছবিতে। এ ছবির প্রায় সব গানই এর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিতম এর সুরে ‘কলঙ্ক’, ছবির গান ঘর মোর পরদেশিয়া, ফার্স্টক্লাস, তাবাহ হো গ্যায়ে ‘কলঙ্ক’ আয়রা গ্যায়রা, ‘রাজভাডি ওডিনি’ ইতোমধ্যে সবার মুখে মুখে ফিরছে। সব মিলিয়ে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হিসেবে বিবেচিত ‘কলঙ্ক’ বক্স অফিসে কতটা ঝড় তুলতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।
×