ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণে হেনরি পিনল্ট

প্রকাশিত: ১২:৩৭, ১৮ এপ্রিল ২০১৯

নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণে হেনরি পিনল্ট

ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি রাজধানী প্যারিসে মধ্যযুগীয় নটর ডেম ক্যাথেড্রাল। গির্জার টাওয়ার, বেল, ত্রিকোণ গম্বুজ, ভেতরের নকশা সব মিলিয়ে এর স্থাপত্যমূল্য অপরিসীম। আর তাই ইউনেস্কো এটিকে বহু আগেই বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সোমবারের এক অগ্নিকাণ্ডের ঘটনায় তার অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তবে ৮৫০ বছরের প্রাচীন এই গির্জাটি কয়েক ঘণ্টার আগুনে ক্ষতবিক্ষত হলেও এটি তৈরি করতে সময় লেগেছিল দু’শ’ বছর। ৮৫০ বছরের পুরনো প্যারিসের ঐতিহ্যবাহী নটর ডেম ক্যাথেড্রালের অধিকাংশই ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ায় হলিউডেও দেখা দিয়েছে শোকের ছায়া। আর এর মধ্যেই তৎক্ষণাৎ গির্জাটির পুনর্নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েকের স্বামী ধনকুবের হেনরি পিনল্ট। এতদিন ভক্তবৃন্দের শুধু সালমার দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় থাকলেও এবার যেন তারা পরিচিত হলেন তার ব্যক্তিজীবনের নায়কের উদার মনের সঙ্গেও। গত সোমবার রাতে এক বিবৃতিতে পিনল্ট জানান, নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণের জন্য ১০০ মিলিয়ন ইউরো দেবেন তিনি। বিবৃতিতে হেনরি পিনল্ট বলেন, ‘নটর ডেম পুনর্নির্মাণের জন্য আমি ও আমার বাবা সাহায্যস্বরূপ আর্তেমিস গ্রুপের ফান্ড থেকে ১০০ মিলিয়ন ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক তহবিল গঠনের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এর পরই এই তহবিলে সাহায্যস্বরূপ ১০০ মিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দেন হেনরি পিনল্ট। প্রসঙ্গত, হলিউডের অন্যতম আবেদনময়ী ও সুন্দরী মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে পিনল্টের বিয়ে হয় ২০০৯ সালে। স্বামী আর চার সন্তানকে নিয়ে প্যারিসেই বসবাস এই অভিনেত্রীর। ২ সেপ্টেম্বর, ১৯৬৬তে জন্ম নেয়া সালমা হায়েক একাধারে একজন মেক্সিকান এবং মার্কিন অভিনেত্রী। অন্যদিকে তিনি একজন সফল পরিচালক এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজকও বটে। হলিউডে তার খ্যাতি রয়েছে দানবীর হিসেবেও। জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে ‘লাতিনো পাওয়ার ফিফটি’ (খধঃরহড় চড়বিৎ ৫০), অর্থাৎ ‘পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর” ব্যক্তিত্বের ওপর ‘দ্য হলিউড রিপোর্টার পত্রিকা’ একটি জরিপ পরিচালনা করে; জরিপে সালমা হায়েকের অবস্থান ছিল চতুর্থ। ওই মাসেই অনুষ্ঠিত আরেকটি জরিপে পুরুষ ও নারী মিলিয়ে ৩ হাজার তারকাব্যক্তিত্বের মধ্যে পরিচালিত এক জরিপে হায়েকে ‘সবচেয়ে যৌন আবেদনময়ী তারকা’ নির্বাচিত হন। হায়েকের সবচেয়ে আলোচিত কাজ হলো ‘ফ্রিদা’ চলচ্চিত্রে মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ভূমিকায় অভিনয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার ও স্ক্রিন এ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনিই প্রথম ম্যাক্সিকান যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। অন্যদিকে নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী দোলোরেস দেল রিও-এর পর তিনি হলিউডের অন্যতম উল্লেখযোগ্য মেক্সিকান ব্যক্তিত্ব হিসেবে মর্যাদা পান। ফার্নাদা মন্টিনিগ্রোর পর তিনিই হলেন দ্বিতীয় লাতিন আমেরিকান অভিনেত্রী যিনি কিনা সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এদিকে পিনল্টও কিন্তু কম যান না। ফ্রান্সের ব্যবসায়ী হেনরি পিনল্ট ইন্টারন্যাশনাল লাক্সারি গ্রুপ কেরিং চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং গ্রুপ আর্তেমিসের সভাপতি। আর এই কেরিং গ্রুপের মালিকানাধীনেই কিন্তু রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড গুচ্চি ও সেন্ট লরেন্ট।
×