ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা ॥ পূর্ণ প্রস্তুতি-২ (মডেল টেস্ট);###;সুধীর বরণ মাঝি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ১২:৪১, ১৮ এপ্রিল ২০১৯

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শিক্ষক হাইমচর সরকারী কলেজ হাইমচর-চাঁদপুর। (গতকালের পর) ১৬। অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র সমাজের ওপর যে ধরনের প্রভাব ফেলে- (র) রুচির অবনতি ঘটায় (রর) মূল্যবোধ জাগ্রত করে (ররর) মূল্যবোধের অবনতি ঘটায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। মাথাপিছু আয় বলতে কী বোঝ ? (ক) দেশের জনপ্রতি দৈনিক আয় (খ) দেশের জনপ্রতি সাপ্তাহিক আয় (গ) দেশের জনপ্রতি মাসিক আয় (ঘ) দেশের জনপ্রতি বার্ষিক আয় ১৮। কোন দেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে ? (ক) বাংলাদেশ (খ) ভারত (গ) নেপাল (ঘ) কানাডা । ১৯। নিচের কোন উক্তিটি সঠিক নয়? (ক) বাংলাদেশের নিজস্ব একটি সংবিধান রয়েছে (খ) সংবিধান রাষ্ট্র পরিচালনার দলিল (গ) বাংলাদেশের সংবিধান ১৫বার সংশোধিত হয়েছে (ঘ) বাংলাদেশের সংবিধান লিখিত। ২০। বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে যৌক্তিক তথ্য হলো- (র) প্রয়োজন পূরণের লক্ষ্যে পরিবর্তিত হয় (রর) যুগের সাথে সঙ্গতি রেখে পরিবর্তিত হয় (ররর) পরিবেশ-পরিস্থিতিতে পরিবর্তিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ২১। বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীরণ হয় কোন পরিবেশে ? (ক) প্রাকৃতিক পরিবেশে (খ) কৃত্রিম পরিবেশে (গ) গ্রামীণ পরিবেশে (ঘ) শহুরে পরিবেশে। ২২। লোকশিল্প জাদুঘর এখন স্থাপিত হয়েছে- (ক) বড় সরদার বাড়িতে (খ) মুক্তাগাছায় (গ) বগুরায় (ঘ) শশীলজে। ২৩। মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চেতনার পরিবর্তনকে কী বলা হয় ? (ক) রাজনৈতিক উন্নয়ন (খ) অর্থনৈতিক উন্নয়ন (গ) সামাজিক উন্নয়ন (ঘ) সাংস্কৃতিক উন্নয়ন। অনুচ্ছেদটি পড় ২৪ এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও ঃ কাদির ঢাকার কাছে এমন একটি স্থানে শিক্ষা সফরে যায়, যেখানে ভবন নির্মাণে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। ভবনগুলোর চারপাশে খালও খনন করা হয়। ২৪। উদ্দীপকটি কোন এলাকার কথা মনে করিয়ে দেয় ? (ক) পানামনগর (খ) উত্তরা ভবন (গ) আহসান মঞ্জিল (ঘ) বড় সরদারবাড়ি। ২৫। উক্ত ভবনগুলোতে যে বৈশিষ্ট্য বিদ্যমান- (র) লম্বা বারান্দা (রর) রঙ্গিন মোজাইক (ররর) মোঘল স্থাপত্যের প্রভাব। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ২৬। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে ? (ক) শিশু একাডেমি (খ) নজরুল একাডেমি (গ) বাংলা একাডেমি (ঘ) সাহিত্য একাডেমি। ২৭। ঢাকার বাহিরে অপারেশন সার্চলাইট পরিচালনার দায়িত্ব কার উপর ছিল? (ক) মোনায়েম খান (খ) মেজর জেনারেল খাদেম হোসেন রাজা (গ) লে. জেনারেল টিক্কা খান (ঘ) ফরমান আলী। ২৮। অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? (ক) রাজনৈতিক স্থিতিশীলতা (খ) অর্থনৈতিক মুক্তি (গ) মিথ্যা মামলা প্রত্যাহার (ঘ) বাংলার স্বাধীনতা আদায়। ২৯। ভারতবর্ষের শেষ মোঘল সম্রাট কে ছিলেন? (ক) সম্রাট আকবর (খ) সম্রাট জাহাঙ্গীর (গ) সম্রাট শাহজাহান (ঘ) সম্রাট বাহাদুর শাহ জাফর। ৩০। ১৬৪৮সালের ওয়েন্টফালিয়ার চুক্তিটি মূলত কী ধরনের চুক্তি ছিল? (ক) শান্তি চুক্তি (খ) অস্ত্র বাণিজ্য চুক্তি (গ) বাণিজ্য (ঘ) যুদ্ধবিরতি চুক্তি। উত্তর ঃ ১৬(খ), ১৭(ঘ), ১৮(ক), ১৯(গ), ২০(ঘ), ২১(গ), ২২(ক), ২৩(ঘ), ২৪(ক), ২৫(খ), ২৬(গ), ২৭(খ), ২৮(ঘ), ২৯(ঘ), ৩০(ক)।
×