ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২২:৩৬, ১৮ এপ্রিল ২০১৯

ভারতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ দেশজুড়ে ১২টি রাজ্যের ৯৫টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৮), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১০), উত্তর প্রদেশ (০৮), ওড়িষ্যা (৫), আসাম (৫), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৩), ছত্তিশগড় (৩), জম্মু-কাশ্মীর (২), পডুচেরি (১), মনিপুর (১) টি আসন। এদফায় ৯৭টি আসনের জন্য ভোট নেওয়ার কথা থাকলেও ত্রিপুরা রাজ্যের ‘ত্রিপুরা পূর্ব’ লোকসভা কেন্দ্র এবং তামিলনাড়ুর ‘ভেলোর’ লোকসভা কেন্দ্র দুইটিতে নির্বাচন বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা জনিত কারণে ত্রিপুরা পূর্ব আসনে আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। অন্যদিকে, ভেলোর কেন্দ্রের ডিএমকে প্রার্থীর কার্যালয় থেকে প্রচুর পরিমান অর্থ উদ্ধারের পর ওই কেন্দ্রেও নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এ দফায় দেশজুড়ে সাড়ে ১৫ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) থাকবে দেড় লাখের বেশি। ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ করা হয় ১১ এপ্রিল। সেদিন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোটগ্রহণ হয়। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী লোকসভা নির্বাচনে প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ লোকসভা নির্বাচন থেকে এবার ১০ কোটি ভোটার বেশি। তাদের মধ্যে দুই কোটি ৩০ লাখ নতুন ভোটার। নির্বাচন হবে নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। এবারের ভোটদাতাদের ৯৯ শতাংশই ভোট দিতে পারবেন ভোটার পরিচয়পত্র দিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনে ভোট দেবেন ভোটাররা। সরকার গঠন করতে হলে ২৭২ আসনে জয় অথবা জোট গঠনের মাধ্যমে উল্লিখিত আসন নিশ্চিত করতে হবে।
×