ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মালিবাগ বাজারে আগুন, পুড়ে গেছে দু’শ’ দোকান

প্রকাশিত: ১১:০০, ১৯ এপ্রিল ২০১৯

মালিবাগ বাজারে আগুন, পুড়ে গেছে দু’শ’ দোকান

স্টাফ রিপোর্টার ॥ বড় ধরনের অগ্নিকা-ে এবার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের ছোট বড় অন্তত দু’শ’ দোকান পুড়ে গেছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন বাজারের আশপাশে কোথাও ছড়াতে পারেনি। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মালিবাগ সুপার মার্কেটের পাশের কাঁচা বাজারটিতে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। বাজারটিতে অন্তত কয়েকশ’ দোকান আছে। স্থানীয়রা জানান, ভোর সোয়া পাঁচটার দিকে প্রথমে আগুন দেখা যায়। দেখতে দেখতেই আগুন পুরো বাজারের মাঝ বরাবর ছড়িয়ে পড়ে। দোকানগুলো ইট, কাঠ, বাঁশ দিয়ে তৈরি একেবারের ছোট ছোট খুপরীর মতো। এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হুসাইন জনকণ্ঠকে জানান, আগুনে বাজারে থাকা অন্তত দু’শ’ দোকান পুড়ে গেছে। দোকানগুলো একেবারের ছোট ছোট। লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ক্ষতির পরিমাণ সুনির্দিষ্ট করা যাচ্ছে না। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। অগ্নিকা-ের কারণ জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।
×