ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:০৭, ১৯ এপ্রিল ২০১৯

ঝলক

চাঁদের পৃষ্ঠদেশে পানির ফোয়ারা! হঠাৎ উল্কা এসে আছড়ে পড়ল চাঁদে। আর তাতেই তোলপাড় হয়ে গেল চাঁদের মাটি। মাটির বুক চিড়ে বেরিয়ে এলো পানির কণা। পুরোপুরি ফোয়ারার মতো। তারপর সেই জলকণা বাষ্প হয়ে উধাও হয়ে গেল। হারিয়ে গেল মহাকাশের অতল অন্ধকারে। এই আবিষ্কারের গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার-জিওসায়েন্স’-এ। যে গবেষকদলের প্রধান মেরিল্যান্ডের গ্রিনবেল্টে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী মেহেদি বেন্না। রয়েছেন অনাবাসী ভারতীয় বিজ্ঞানী, আরিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র এস কুমারমঙ্গলমও। খুব দুঃখ, বড় আঘাত পেলে আমাদের চোখ দিয়ে যেমন জল গড়িয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই গাল, চিবুক বেয়ে গড়িয়ে পড়া সেই জল যেমন শুকিয়ে যায়, অনেকটা যেন তেমনই একটা ঘটনা! চমকে দেয়ার মতো এ ঘটনার সাক্ষী থাকল নাসার পাঠানো উপগ্রহ ‘ল্যাডি’। গবেষক এস কুমারমঙ্গলম জানিয়েছেন, চাঁদের বায়ুম-লটা কেমন, তা কতটা পাতলা বা পুরু বা তা এতটাই পাতলা যে, নেই বললেই চলে কি না, তা বুঝতে আজ থেকে ৬ বছর আগে মহাশূনে ল্যাডিকে পাঠিয়েছিল নাসা। চাঁদের বায়ুম-লকে জরিপ করতে ল্যাডি আমাদের উপগ্রহের বিভিন্ন কক্ষপথে ছিল ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪-র এপ্রিল পর্যন্ত। ৬ মাস। চাঁদের বায়ুম-লের ঘনত্ব আর সেখানকার বাতাসে মিশে রয়েছে কোন কোন মৌল বা যৌগ, তা বুঝতে ল্যাডির সঙ্গে ছিল বিশেষ একটি যন্ত্র। নিউট্রাল মাস স্পেকট্রোমিটার (এনএমএস)। যার আরও একটি কাজ ছিল। চাঁদের বাতাসে কতটা ধুলো কী পরিমাণে মিশে রয়েছে, সেটাও খুঁজে দেখা। -আনন্দবাজার পত্রিকা ইউজার কন্টাক্ট লিস্ট চুরি গত তিন বছরে আনুমানিক ১৫ লাখ ব্যবহারকারীর ই-মেল ‘কন্টাক্ট লিস্ট’ নিয়ে নেয়ার কথা স্বীকার করে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এটা ‘অনিচ্ছাকৃত’। ২০১৬ সালের মে মাসের পর থেকে নতুন ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য ই-মেইল পাসওয়ার্ড চেয়েছিল ফেসবুক। ওই সময়ই ব্যবহারকারীদের না জানিয়েই তাদের ই-মেইল কন্টাক্ট লিস্ট আপলোড করা হচ্ছিল। গত মার্চে ফেসবুক কর্তৃপক্ষ ওই অপশনটি বন্ধ করে দেয়। এ বিষয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই সময়ে ১৫ লাখের মতো ব্যবহারকারীর ই-মেইল কন্টাক্ট লিস্ট আপলোড হয়ে থাকতে পারে। নতুন এ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে না জানিয়ে বা তার সম্মতি না নিয়েই তার কন্টাক্ট লিস্টের তথ্য নিয়ে নিচ্ছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্যে গোপনীয়তা নিয়ে সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় ধরনের কেলেঙ্কারির মধ্য দিয়ে যেতে হয়েছে ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ফেসবুককে। -বিজনেস ইনসাইডার
×