ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: ১১:০৯, ১৯ এপ্রিল ২০১৯

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংস্কৃতি বিকাশে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার এমনিতেই সংস্কৃতিবান্ধব সরকার। এক্ষেত্রে সরকারের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদেরকেও এগিয়ে আসতে হবে। সরকার ইতোমধ্যে জাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন প্রণয়ন করেছে। বৃহস্পতিবার রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি বিকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ও প্রতিবন্ধকতা ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মধ্যে স্মরণাতীত কাল হতে প্রচলিত যে সকল ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে তার সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে এবং এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে দেশের মূল সংস্কৃতির স্রোতধারার সঙ্গে সম্মিলন ঘটিয়ে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধি করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে সরকার।
×