ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজিএমইএ ভবন ভাঙতে সময় চাইলে নমনীয় হবে না আদালত ॥ মাহবুবে আলম

প্রকাশিত: ১১:১০, ১৯ এপ্রিল ২০১৯

বিজিএমইএ ভবন ভাঙতে সময় চাইলে নমনীয় হবে না আদালত ॥ মাহবুবে আলম

স্টাফ রিপোর্টার ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাতিরঝিলে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙ্গতে ফের সময় চেয়ে আবেদন করা হলে তাতে আদালত নমনীয় হবেন না। বিজিএমইএ’র অবৈধ বহুতল ভবন ভাঙ্গতে আদালতের নির্দেশনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে সাক্ষাতকার (মৌখিক পরীক্ষা) বাতিল করে আবারও পরীক্ষা নিতে প্রার্থী মোঃ এমদাদুল হকের আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্কুলছাত্র বাদল হত্যা মামলায় দুই আসামির ফাঁসির দ-াদেশ বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দ-প্রাপ্ত দু’জনকে খালাস দিয়েছে আদালত। বেসরকারী বৈশাখী টেলিভিশনের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক এম এন এইচ বুলুর রিভিউ (রায় পুনর্বিবেচনার আবেদন) আবেদন খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। এর ফলে টেলিভিশনটির মালিকানা ডেসটিনি-২০০০ লিমিটেডের কাছেই থাকল বলে জানিয়েছে আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে।
×