ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১১:৪৩, ১৯ এপ্রিল ২০১৯

সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা এবং এককভাবে ইপিএস হয়েছে ২.০৮ টাকা। কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৪ টাকা এবং এককভাবে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫.২৪ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। তবে স্থান ও সময় পরে জানানো হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ মে নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×