ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামাকপণ্যের কর বৃদ্ধির দাবিতে রংপুরে মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৫, ১৯ এপ্রিল ২০১৯

তামাকপণ্যের কর বৃদ্ধির দাবিতে রংপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ॥ আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে উচ্চহারে সকল তামাকজাতপণ্যের কর বৃদ্ধি এবং তামাকের প্রকৃত মূল্যবৃদ্ধির দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়। ‘একত্রে পুরো দেশ, দেখব তামাকের শেষ’ এই স্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ ও ‘রংপুর তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন’র যৌথ উদ্যোগে পালিত হয় এ কর্মসূচী। ‘তামাকবিরোধী মিডিয়া জোট-আত্মা’র রংপুর বিভাগীয় সভাপতি মোঃ মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্য ও সরকারী বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, শ্যাডোর নির্বাহী পরিচালক সারোয়ার জামিল খন্দকার, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সদস্য ও ‘মুক্ত পায়রা’ এর ব্যবস্থাপনা পরিচালক লিটন পারভেজ মান্না প্রমুখ। এ সময় মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা একটি গবেষণার চিত্র তুলে ধরে বলেন, দেশে তামাকজনিত কারণে বছরে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে।
×