ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ‘মুজিবনগর দিবস’ উদ্যাপন

প্রকাশিত: ১১:৪৮, ১৯ এপ্রিল ২০১৯

ভিয়েনায় ‘মুজিবনগর দিবস’ উদ্যাপন

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি স্মরণে ১৭ এপ্রিল বুধবার বিকেলে ভিয়েনার ‘উফসাইল’ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। সঞ্চালনা করেন কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান। সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু প্রমুখ।
×