ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ১১:৫৬, ১৯ এপ্রিল ২০১৯

ঠাকুরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ এপ্রিল ॥ দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঠাকুরগাঁও পৌরশহরের স্বর্ণ ব্যবসায়ী গোকুল রায়কে (৩১) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও ব্যবসায়ী কল্যাণ সোসাইটির উদ্যোগে শহরের স্বর্ণকার পট্টি হতে ব্যবসায়ী ও সাধারণ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুল রহমানসহ আরও অনেকে। বক্তাগণ এই হত্যাকা-ে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর দুটি স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া গ্রামের বাসিন্দা ও স্বর্ণাকার প্রিয়া জুয়েলার্সের মালিকের ছোট ভাই গোকুল চন্দ্র রায় রাত ১২টার দিকে শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পোরশায় আদিবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ এপ্রিল ॥ পূর্ব শত্রুতার জের ধরে পোরশা উপজেলার রঘুনাথপুর গ্রামে আদিবাসীদের বাড়ি ভাংচুর, জিনিসপত্র লুট ও খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টার দিকে। এ সময় সন্ত্রাসীরা ওই গ্রামের কৃষ্ট দিগ্যা, রবীন্দ্রনাথ, মংলা ও কমলের বাড়ি ভাংচুর, জিনিসপত্র লুট ও খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষ্ট জানান, ওই রাতে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ির লোকজনকে জিম্মি করে ভাংচুর চালায় এবং টিন, ছাগল, টাকা, চালসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে মহাদেবপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভায়।
×