ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবা-মেয়েসহ নিহত আট

প্রকাশিত: ১১:৫৮, ১৯ এপ্রিল ২০১৯

বাবা-মেয়েসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে বাবা-মেয়েসহ ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২ মোটরসাইকেলারোহীসহ ৩, পঞ্চগড়ে প্রকৌশলী ও ফেনীতে এ্যাম্বুলেন্সের হেলপার নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- দিনাজপুর বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল আলম (৩২), তার কন্যা আইভি (১০) এবং অপর নিহত ব্যক্তির নাম সাজদার খলিফা (৪৮)। আহত ২ জন হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলী ও পার্বতীপুর উপজেলার শীলবাড়ী গ্রামের মোস্তফা কামাল। ব্রাহ্মণবাড়িয়া পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবা উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এরা হলো নাহিদ (২০) ও পারভেজ (১৮)। ঢাকাগামী একটি প্রাইভেট কার ব্রাহ্মণবাড়িয়ামুখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড় নামকস্থানে ট্রেনের ধাক্কায় হারুন মিয়া (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। পঞ্চগড় বোদায় বিআরটিসি বাসের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে ফিডমিলের প্রকৌশলী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার বাইপাস এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছরির উদাখালী গ্রামে। জানা গেছে, গাইবান্ধার উদাখালী গ্রামের মনছুর আলীর পুত্র আবু সাঈদ বোদা কাজী ফার্মস গ্রুপের একটি ফিডমিলের এ্যাসিসট্যান্ট চীফ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শহর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেনী দাগনভূঞায় এ্যাম্বুলেন্স ও কভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষে রুবেল নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রামনগরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রামনগর ইউনিয়নের রূপনগর কাবাব হাউজের সামনে নোয়াখালী থেকে চট্টগ্রামগামী এ্যাম্বুলেন্সের সঙ্গে চট্টগ্রাম থেকে লক্ষীপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স হেলপার রুবেল নিহত হয়। নিহত রুবেল দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মোঃ সুমনের ছেলে।
×