ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি

প্রকাশিত: ১১:৫৮, ১৯ এপ্রিল ২০১৯

রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আদালতের মাধ্যমে শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজনে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা শিশু একাডেমির কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, এনসিটিএফের সভাপতি মোঃ রুবায়েত খান রাতুল, এনসিটিএফের ডিভি মাহমুদা বেগম, মোঃ রিদায়েত খান প্রিন্সসহ জেলা কেন্দ্রীয় কমিটি, স্কুল কমিটিসহ ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে জেলা শিশু একাডেমির পক্ষ থেকে নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন আর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভাপতি রেহানা ঈসা। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। বক্তব্য রাখেন কাওসারী জাহান মঞ্জু, শাহারুজ্জামান মোর্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, হাসনা হেনা, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মহিলা আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সীতা রানি দেবনাথ, সহ-সভাপতি মেরিনা জামান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা, হাসিনা রহমান সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, সদস্য আসমাতুল ফাতেমা প্রমুখ। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে মাদারীপুর এনসিটিএফ শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সদরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রাফির খুনিদের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করে। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, সোনাগাজীতে মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে এবং সকল নারী ও শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিঠামইনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কাটখাল বাজারে সম্মিলিত ছাত্র সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইছ উদ্দিন আহমেদ, কাটখাল ছাত্রলীগের সভাপতি উবাইদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক এনায়েত হোসেন বাহার, কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদুল ইসলাম, কাটখাল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এইচ এম জাহাঙ্গীর, গাজী আবুল হোসাইন, ডাঃ এনামুল হাসান প্রমুখ। শেরপুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শেরপুরে মৌন আন্দোলন করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)। বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা এনসিটিএফ আয়োজিত ওই মৌন আন্দোলনে সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
×