ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবির প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:৫৯, ১৯ এপ্রিল ২০১৯

চবির প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক পদে নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এই বিভাগের একজন নিয়োগপ্রার্থী এমদাদুল হকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে আদালত এই পদে নিয়োগের জন্য হওয়া মৌখিক পরীক্ষাও বাতিল করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি মোঃ কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এমদাদুল হকের করা রিটে শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেয়। আদালত এই পদে নিয়োগের জন্য হওয়া মৌখিক পরীক্ষা বাতিলপূর্বক নিয়োগ প্রার্থী এমদাদুল হকের আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৭ মার্চ প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দেয়ার জন্য মোঃ এমদাদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার পথ আটকায় এবং অবরোধ করে তাকে কেন্দ্রীয় খেলার মাঠের কোনায় নিয়ে গিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। এই ঘটনার কোন সমাধান না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিটের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়েছে। চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রী ধর্ষিত ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে তুলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহাব উদ্দিন (২৪) নামের এ যুবককে বুধবার রাতে বাঁশখালী উপজেলার জলদি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিখা আকাতার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তালোড়া উত্তরপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী শিখা আকতার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অনবধানবশত বৈদ্যুতিক তারে (আর্থিং লাইন) হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়।
×