ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূ ও ব্যবসায়ীসহ নিহত ছয়

প্রকাশিত: ১১:৫৯, ১৯ এপ্রিল ২০১৯

গৃহবধূ ও ব্যবসায়ীসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদারীপুরে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ, সাতক্ষীরায় পারিবারিক কলহে গৃহবধূ, সুনামগঞ্জে ব্যবসায়ী, চট্টগ্রাম, রাজশাহী ও ঝালকাঠিতে তিন যুবক খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর পরকীয়ায় বাধা দেয়ায় সেলিনা আক্তার (৫০) নামে এক গৃহবধূকে স্বামী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার পৌর শহরের দক্ষিণ থানতলী এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, প্রায় ৩০ বছর আগে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিক মাস্টারেরকান্দি গ্রামের জমির আলী উকিলের মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয় সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বড়কান্দি গ্রামের আবু বকর মুন্সীর ছেলে হারুন-অর-রশীদের সঙ্গে। বিয়ের পর থেকে সেলিনাকে অকারণে মারধর করত তার স্বামী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই বছর ধরে অপর একটি মেয়ের সঙ্গে হারুন পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাধা দিলে সেলিনার ওপর নির্যাতন আরও বেড়ে যায়। বৃহস্পতিবার ভোরে সেলিনাকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা করা হয়। পরে নিহতের মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী হারুন-অর-রশীদ। নিহত সেলিনার ছোট ভাই মাজারুল ইসলাম জানান, ‘আমার বোনের সঙ্গে তার স্বামীর প্রায়ই ঝড়গা হতো। তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিল। সাতক্ষীরা পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় স্বামী কাসেম মোল্যাকে আটকের পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে তার চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার আশাশুনিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহিদা খাতুন (১৮)। সে আশাশুনি উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর কন্যা ও একই গ্রামের কাসেম মোল্যার স্ত্রী। সুনামগঞ্জ সদর উপজেলার দোপাজান বালি-পাথর কোয়ারীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী মিজানুর রহমান উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার অক্ষয় নগর এলাকায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো সদরগড় গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে মোঃ মালেক মিয়া (৫৫), গুলজার আলীর ছেলে মোঃ ছত্তার আলী (৩৫) ও মৃত মাছিম আলীল ছেলে মোঃ আব্দুল হাই (৪৯)। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (২২)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগরীর পদ্মানদীর টি-বাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ঝালকাঠি রাজাপুরে রাজ্জাক হাওলাদার (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাজ্জাক দুর্গাপুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রিক্সাচালক ছিলেন।
×