ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:০০, ১৯ এপ্রিল ২০১৯

রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ এপ্রিল ॥ বাজিতপুরে রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিষ্টু মিয়া (৪০) ও সুমন মিয়া (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় করিম মিয়া (৪০) নামে অপর ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিলচিয়া বেলভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহত তিনজনই বেলভিটা গ্রামের বাসিন্দা। জানা যায়, সকাল পৌনে নয়টার দিকে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াতের সময় মিষ্টু মিয়া, সুমন মিয়া ও করিম মিয়া পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখেন। এ সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে রাস্তার উপর থেকে তারা মিলে তারটি সরালে গেলে তিনজনই বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে তিনজনের মধ্যে বাজিতপুরের হিলচিয়া বেলভিটা গ্রামের মগর আলীর ছেলে মিষ্টু মিয়া ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে সুমন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আর সৌভাগ্যক্রমে করিম মিয়া বেঁচে গেলেও তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৮ এপ্রিল ॥ বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের স্কুল শিক্ষক সরকার আবদুল কাদেরের স্ত্রী রোজিনা খাতুন (৩৬) তার শিশুকন্যা কানিজ ফাতেমা সুমাকে (৮) হত্যা করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। বাউফলে প্রেমিকাকে ধর্ষণ ॥ প্রেমিক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ এপ্রিল ॥ বাউফলে কলেজ পড়ুয়া এক প্রেমিকাকে ধর্ষণ করেছে তার প্রেমিক। এ ঘটনায় প্রেমিক রাসেদুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, সাহাদুল মাতব্বরের ছেলে ও ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেদুল ইসলাম জুয়েলের সঙ্গে একই কলেজের প্রথম বর্ষের ছাত্রীর (১৭) সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত প্রেম চলে আসছিল। গত ১০ এপ্রিল রাসেদুল মোবাইলের মাধ্যমে ওই মেয়েকে তার ঘরে ডেকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন ঘটনাটি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে বৃহস্পতিবার মেয়ের বাবা মোস্তাফা মিয়া বাউফল থানায় রাসেদুলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
×