ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লীগে টিকে গেল উত্তরা এসসি

প্রকাশিত: ১২:১৩, ১৯ এপ্রিল ২০১৯

লীগে টিকে গেল উত্তরা এসসি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) রেলিগেশন লীগে ১ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আগামী মৌসুমে টিকে গেল উত্তরা স্পোর্টিং ক্লাব। দলটি ব্রাদার্স ইউনিয়ন ও বিকেএসপিকে প্রথম বিভাগে ঠেলে দিয়ে ঢাকা লীগে টিকে থাকল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে বিকেএসপি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি। তারা ৪৯.৪ ওভারেই অলআউট হয়ে যায়। আমিনুল ইসলাম ৫৯ রান করেন। তবে বল হাতে আব্দুর রশিদ ৫ উইকেট তুলে নেন। তার দুর্দান্ত বোলিংয়েই ১৫০ রানও করতে পারেনি বিকেএসপি। জবাব দিতে নেমে বিপত্তিতে পড়ে উত্তরা এসসিও। কিন্তু ভারতের দিল্লীর ব্যাটসম্যান মনন শর্মার (৫২) দুর্দান্ত ব্যাটিংয়ের পর শেষের দিকে আব্দুল গাফফারের অপরাজিত ২১ রানে জিতে উত্তরা এসসি। ১২১ রানেই দলটি ৯ উইকেট হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত গাফফার ও সাজ্জাদ হোসেন (৯*) মিলে ৩৯.৫ ওভারে দলকে জেতান। ১৪৭ রান করে জিতে উত্তরা এসসি। তানজিম হাসান সাকিব ৪ উইকেট শিকার করেন। এই জয়টি পেয়ে ঢাকা লীগের আগামী মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করে রাখল উত্তরা এসসি। রেলিগেশন লীগে এখন শীর্ষে আছে দলটি।
×