ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী লিজা হত্যা দ্রুতবিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

প্রকাশিত: ১৩:৩২, ১৯ এপ্রিল ২০১৯

কলেজছাত্রী লিজা হত্যা দ্রুতবিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিন আক্তার লিজা হত্যার দ্রুতবিচার দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে। এদিকে লিজা হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই সাদিম আহম্মেদ সুজন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লিজা খুনের ঘটনায় গ্রেফতারকৃত মোস্তাকিম রহমান রাজু বিকেলে গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন ও এলাকাবাসী জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার ক্যামব্রিজ কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী শারমিন আক্তার লিজাকে (১৮) বুধবার দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন সালনা এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় কোনাবাড়ী লিঙ্কন মিলেনিয়াম কলেজের ছাত্র মোস্তাকিম রহমান রাজু (১৯)। এ ঘটনার প্রতিবাদে এবং হত্যার ঘটনায় জড়িতদের দ্রুতবিচার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বেলা ১১টার দিকে ক্যামব্রিজ কলেজ ও লিঙ্কন মিলেনিয়াম কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় জড়ো হয়। তাদের সঙ্গে অংশ নেয় স্থানীয়রাও। এসময় তারা ওই এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে কলেজছাত্রী লিজা হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই সাদিম আহম্মেদ সুজন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ঘাতক কলেজছাত্র মোস্তাকিম রহমান রাজু (১৯) ছাড়াও তার সহযোগী শামীম (২০), হায়দার (২০), জুয়েল (১৯) ও রোমানকে (২০) এ মামলায় আসামি করা হয়েছে।
×