ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ এপ্রিল ২০১৯

ফ্যাশন সংবাদ

ব্যাঙ তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাঙ গ্রীষ্ম ঋতুতে তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলোশার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। হটলাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪। রূপকথা প্যাটার্নে ভিন্নতা, রঙের দীপ্তিতে, মোটিফের নান্দনিকতা আর প্রিন্টের স্বাতন্ত্র্য নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস রূপকথা। রূপকথার চিফ ডিজাইনার ও ক্রিয়েটিভ প্রধান নূর ইসলাম জানান, নতুন পোশাকগুলোয় ফ্লোরাল মোটিফ, ডিজিটাল প্রিন্ট, মেশিন এ্যাম্ব্রয়ডারিকে প্রাধান্য দেয়া হয়েছে। ক্যাজুয়াল পোশাকের প্যাটার্নে থাকছে টেইলর্ড লুক। রূপকথা ফ্যাশন হাউসে পাওয়া যাবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলোশার্ট, কাবলি। রূপকথার পোশাক সারাদেশে পাইকারি খুচরা বিক্রি করা হয়। যোগাযোগ : রূপকথা, দোকান নং৩২, সিটি প্লাজা, ফুলবাড়িয়া ঢাকা । ১০৩/এ নিচতলা আজিজ সুপার মার্কেট, শাহবাগ ঢাকা। মোবাইল : ০১৭০৫-২৮৩৬৩২ । স্প্ল্যাশ মধ্য প্রাচ্যের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাশ যাত্রা শুরু করল। বাংলাদেশে তাদের নাম হলো স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশ’। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রথম তলা, দোকান-১বি ২৩-২৫ নর্থ কোটে তাদের প্রথম শো-রুম উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান, ইন্টারন্যাশনাল এ্যান্ড বসিনি ল্যান্ডমার্ক গ্রুপের হেড অব বিজনেস বিনয় প্রকাশ, মডেল রুমা, মডেল লিমি, মডেল আঁখি, ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, কোরিওগ্রাফার ইমু হাশমি, ইউটিউবার শামিম হাসান সরকার, রাবা খানসহ আরও অনেকে। স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের শো রুমটি ৭ হাজার ৫শ’ বর্গফুটের। রয়েছে এক ছাদের নিচে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর সমাহার। রয়েছে সালমান খানের বিং হিউম্যান, ক্রিশ্চিয়ানো রোনালদোর সিআর সেভেন, ইতালির কাপ্পা, হংকংয়ের বসিনি, আইকনিকসহ আরও অনেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ফ্রোজেন মমো দেশে বাজারে প্রথমবারের মতো নেপালী মমো নিয়ে এসেছে টেস্টি টিবেত। এবার তাদের নতুন সংযোজন ফ্রোজেন মমো। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির (আইডিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে টেস্টি টিবেতের মমো এখন পাওয়া মিলবে ঢাকা বিভিন্ন সুপারশপ এবং গ্রোসারিশপগুলোতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেস্টি টিবেতের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম এবং আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফ্রোজেন মমো বাজারে পাওয়া যাবে বীফ এবং চিকেনের ২টি ভিন্ন স্বাদে। ৬পিস, ১২পিস এবং ২৪পিস এই তিন ধরনের প্যাকেটে পাওয়া যাবে মমো। টেস্টি টিবেতের সকল আউটলেটসহ সুপারশপে মিলবে এই মমো। এছাড়া অনলাইন শপ চালডাল ডটকমে মিলবে টেস্টি টিবেতের মমো। প্রয়োজনে : ০১৭২২২৩১৬১৫
×