ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসিকে থামানোর উপায় জানা নেই

প্রকাশিত: ০০:০৮, ১৯ এপ্রিল ২০১৯

মেসিকে থামানোর উপায় জানা নেই

অনলাইন ডেস্ক ॥ গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বাধা হয়ে থাকা কোয়ার্টার ফাইনাল গেরো এবার খুলেছে বার্সেলোনা। ২০১৫ সালে বার্লিনের ফাইনালে সবশেষ শিরোপা জিতেছিল ক্লাবটি। এবারও সেই শিরোপা ঘরে তুলতে ফাইনাল ম্যাচের ওপর লেজার ফোকাস ফেলেছে কাতালান ক্লাবটি। শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। শেষ চারের মঞ্চে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। গুরুত্বপূর্ণ ওই সেমিফাইনালের আগে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানালেন লিভারপুল তারকা ভিরজিল ফন ডিক। সেমিতে অলরেডসরা উড়তে থাকা মেসিকে কিভাবে থামাবেন সে উপায় জানা নেই বলে জানালেন ক্লাবটির ডাচ এ ফুটবলার। কোয়ার্টার ফাইনালে পোর্তোর বিপক্ষে সহজ বাধা পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছে লিভারপুল। তবে ফাইনালে যাওয়ার পথে এখন তাদের সবচেয়ে বড় বাধা বার্সেলোনা। এ যেন ফাইনালে পৌঁছার আগেই আরেক ফাইনাল। বার্সা ক্যারিয়ারে সব প্রতিযোগিতায় ৬০০ গোলের মাইলফলক ছুঁতে মাত্র ৪ গোল দূরে রয়েছেন মেসি। প্রতিপক্ষ শিবিরের এ অপ্রতিরোধ্য তারকাকে থামানো নিয়েই যত ভয় ফন ডিকের। ‘আমরা তাকে (মেসি) কিভাবে থামাবো সে উপায় আমার জানা নেই। আমরা দেখবো ব্যপারটা কি হয়। আমাদের সবাইকে দলীয়ভাবে এ কাজটি করতে হবে। এটা কেবল এক জনের বিপক্ষে আরেকজনের লড়াই নয়। দলীয়ভাবে প্রতিরোধ করতে পারলেই কাজ হবে। তবে তাকে প্রতিহত করাটা কঠিন হবে, কেননা সে বিশ্বের সেরা ফুটবলার।’
×